বিদেশ

ক্রিসমাসে ইউক্রেনে বড়সড় হামলা চালাল রাশিয়া, পুতিনের পদক্ষেপে ক্ষুদ্ধ জেলেনস্কি

কিভ, ২৫ ডিসেম্বর: ক্রিসমাসের দিনে ইউক্রেন জুড়ে বড়সড় হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের একাধিক প্রদেশে হামলা চালিয়েছে মস্কো। এমনটাই জানালেন ইউক্রেনের শক্তি বিভাগের মন্ত্রী। বিশেষ করে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও পাওয়ার গ্রিডে হামলা চালিয়েছে রাশিয়া। ক্রুজ ও ব্যালিস্টিক উভয় ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের খাড়কিভ ও ক্রিভ রিহ-র জনবসতি এলাকাতে ক্ষেপণাস্ত্র হামলার জেরে মৃত্যু হয়েছে অনেকের। রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কিভ। এই হামলার জেরে ইউক্রেনে আজ, বুধবার সকালে ঘনঘন সাইরেন বেজে ওঠে। কৃষ্ণসাগর থেকে ক্যালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দিকে নিক্ষেপ করেছিল রাশিয়া, এমনটাই জানিয়েছে ইউক্রেনের বায়ুসেনা। রাশিয়ার সঙ্গে প্রায় তিনবছর ধরে যুদ্ধ চলছে ইউক্রেনের। তার মধ্যে চলতি বছরের শীতে হামলা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে মস্কো। বোমাবর্ষণ ব্যাপক হারে বাড়িয়েছে পুতিনের দেশ এবং তাঁদের সেনারা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে পরিস্থিতি আরও ঘোরালো করে দিচ্ছে মস্কো। আজ, বুধবার সকালে খেরসন অঞ্চলের গভর্নর জানান, রাশিয়ার হামলার জেরে গত ২৪ ঘণ্টায় সেখানে একজন নিহত হয়েছে এবং আরও তিনজন জখম হয়েছেন। রাশিয়ার এই হামলাকে ‘অমানবিক’ বলে পুতিনের বিরুদ্ধে তোপ দেগেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘ক্রিসমাসের সময়েই পুতিন হামলা চালাচ্ছে। এর থেকে অমানবিক কাজ আর কী হতে পারে? ৭০টির বেশি সাধারণ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একশোটিরও বেশি ড্রোনের মাধ্যমে বিগত ২৪ ঘণ্টায় হামলা চালিয়েছে মস্কো। ওদের লক্ষ্য আমাদের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা