খেলা

গ্যালারির কটূক্তিতে বেজায় ক্রুদ্ধ বিরাট

মেলবোর্ন: দু’বছর আগে এখানেই টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছিলেন বিরাট কোহলি। শুক্রবার সেই এমসিজি’তে তাঁর জন্য বরাদ্দ ছিল বিদ্রুপ। বৃহস্পতিবার স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা গুনেছিলেন তিনি। সেই আচরণ ভালোভাবে নেননি দর্শকরা। অজি মিডিয়াও সমালোচনায় মুখর। কেউ কেউ তো ভিকে’র নাকে লাল বল বসিয়ে ‘ক্লাউন’ বা ‘জোকার’ লিখে ছবি ছাপিয়েছে। আর এদিন তিনি আউট হয়ে ফেরার সময় দর্শকদের কটূক্তি মাত্রা ছাড়ায়। বিরক্ত কোহলি টানেল দিয়ে ড্রেসিং-রুমে না ঢুকে ফিরে আসেন জবাব দিতে। এক নিরাপত্তাকর্মী তখন তাঁকে বুঝিয়ে ভিতরে নিয়ে যান। ২২ সেকেন্ডের সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে। তার আগে প্রথম সেশনে এক দর্শক মাঠে ঢুকে কোহলির কাঁধে হাত দেন। এই ঘটনায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
এদিকে, যশস্বী জয়সওয়ালের রান আউটে কোহলির ভূমিকা নিয়েও চলছে চর্চা। লাইভ কভারেজে এই ব্যাপারে রীতিমতো উত্তেজিতভাবে তর্কে মেতে ওঠেন সঞ্জয় মঞ্জরেকর ও ইরফান পাঠান। মঞ্জরেকর বলেন, ‘পিছনে তাকিয়ে বল দেখা একেবার শিক্ষানবিশের মতো ভুল। ব্যাটারের কল ছিল ওটা। এক্ষেত্রে নন-স্ট্রাইকারের মত বদলানোর কথাই নয়। সেটাই রীতি। যশস্বী যদি ভুল কল করে থাকে তবে তার মাসুল ওকেই দিতে হতো। কারণ কামিন্স তখন নন-স্ট্রাইকার প্রান্তে বল ছুড়ত। কিন্তু কোহলি না দৌড়নোয় যশস্বীর বাঁচার রাস্তা ছিল না।’ পাঠান যদিও ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, ‘পয়েন্টের দিকে শট নিলে অবশ্য নন-স্ট্রাইকারই কল করে। তখন স্ট্রাইকারের স্বাধীনতা থাকে তাতে সাড়া দেওয়া বা না দেওয়ার।’ এতেই রেগে যান মঞ্জরেকর। তিনি বলে ওঠেন, ‘তুমি যদি শুনতেই না চাও তাহলে বলার জন্য কিছু থাকে না। দৌড়নোর ব্যাখ্যা সংক্রান্ত একটা কোচিং ম্যানুয়াল প্রকাশ করে ফেল।’ 
এদিকে বিরাট যেভাবে ব্যাট করছিলেন, তাতে বড় রানের গন্ধ ছিল বলে জানান স্টিভ স্মিথ। তিনি বলেন, ‘খুব ডিসিপ্লিনড ব্যাটিং করছিল। বল ছাড়ছিল দারুণভাবে। আমি ভেবেছিলাম, একটা কেতাবি ইনিংস দেখতে পাব। সৌভাগ্যবশত বোল্যান্ডের বলে আউট হয় ও। সম্ভবত ওই একবারই অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়েছিল বিরাট।’ অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার আবার কোহলিকে তাঁর দেখা সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি দিয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনের কাছে ভিকে ‘শোম্যান’। প্রশংসা ও নিন্দা— বক্সিং ডে টেস্টে প্রিয় মেলবোর্নে দুটোই মজুত থাকল বিরাটের জন্য।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা