কলকাতা

শনি ও রবিবার রাতে বন্ধ যশোর রোড, বর্ষবরণের মুখে ভোগান্তির আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পর পর দু’দিন রাতে বন্ধ থাকবে বারাসতের যশোর রোড। সংস্কারের জন্য ইতিমধ্যে দিনের বেলা রাস্তা বন্ধ থাকছে। একই সঙ্গে আজ শনিবার ও কাল রবিবার রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বারাসতের যশোর রোডে যান চলাচল বন্ধ থাকবে। যার জেরে বর্ষবরণের আগে ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা। কাজিপাড়ায় ১ নং রেলের ট্র্যাক বদলের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে, বর্ষবরণের আগে ভোগান্তি হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে, বিকল্প রাস্তা থাকায় সমস্যা হবে না বলেই দাবি পুলিসের। যান নিয়ন্ত্রণে বাড়তি পুলিস মোতায়েন থাকবে। 
দীর্ঘদিন ধরে কাজিপাড়া রেলগেট সংলগ্ন যশোর রোডের অবস্থা বেহাল। দুর্ঘটনা এড়াতে ২০ ডিসেম্বর থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করে শুরু হয়েছে রাস্তা সংস্কার। দিনের বেলা সম্পূর্ণ বন্ধ রেখেই চলছে সংস্কার। শুধুমাত্র রাত ১১টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত একটি লাইন দিয়ে গাড়ি চলাচল করছে। কিন্তু শনি ও রবিবার ওই রাস্তা রাতেও বন্ধ থাকবে। আগামী ৪ জানুয়ারির মধ্যে সংস্কারের কাজ শেষ করতে চাইছে দপ্তর। তবে সোমবারই সমস্ত রাস্তা খুলে যেতে পারে বলে মনে আধিকারিকদের একাংশ। 
আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যশোর রোড। তাই, বিকল্প রাস্তার উপর দেওয়া হচ্ছে গুরুত্ব। কলকাতা থেকে বনগাঁগামী গাড়ি বারাসত চাঁপাডালি মোড়ের আগে উড়ালপুল ধরে কলোনি মোড় হয়ে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে সন্তোষপুর হয়ে যশোর রোডে নিয়ে আসা হবে। আর বনগাঁর দিক থেকে আসা গাড়ি অশোকনগরের বিল্ডিং মোড় থেকে আওয়ালসিদ্দি মোড় থেকে ১২ নম্বর জাতীয় সড়কে নিয়ে আসা হবে। টাকি রোডের দিক থেকে আসা গাড়ি কাচকল মোড় হয়ে রাজারহাটের দিকে ঘুরিয়ে এবং কিছু গাড়ি ধর্মতলা মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হবে। বারাসত জেলা পুলিসের ট্রাফিকের এক কর্তা বলেন, পুলিসের পক্ষ থেকে লিফলেট বিলি করে প্রচার করা হয়েছে। বাড়তি পুলিস মোতায়ন হচ্ছে। ডাকবাংলা মোড়ের চাপ কমাতে মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু রোড ও সোদপুর রোড ব্যবহার করা হবে। 
14h 14m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা