কলকাতা

এখনও অস্ত্রোপচার চালু হয়নি মুখ্যমন্ত্রীর স্বপ্নের ক্যান্সার কেন্দ্রে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকবলের অভাব। তাই কলকাতা মেডিক্যাল কলেজে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে অপারেশনই চালু করা যাচ্ছে না। নার্স এবং সাফাই কর্মী মিলিয়ে মেডিক্যালের নতুন রিজিওনাল ক্যান্সার সেন্টারে (আরসিসি) প্রায় ২৫ জন কর্মী প্রয়োজন। না-হলে চিকিৎসক, ওটির যন্ত্রপাতি এবং পরিকাঠামো থাকলেও অপারেশন চালু করা কার্যত অসম্ভব। এমনই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। প্রসঙ্গত, এখানকার অ্যাকাডেমিক বাড়ির অনতি দূরে দুই তলার বেসমেন্ট এবং পাঁচতলা বাড়িসহ তৈরি হয়েছে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র আরসিসি। মেডিক্যাল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি, অঙ্কোলজি প্যাথোলজি প্রভৃতি ক্যান্সার চিকিৎসা সংক্রান্ত বিভাগগুলি ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। চালু হয়ে গিয়েছে রোগীদের ইন্ডোরও। কিন্তু ক্যান্সার সার্জারি করতে রোগী, চিকিৎসক ও পুরো টিমকেই ছুটতে হচ্ছে হাসপাতালের গ্রিন বাড়িতে। কারণ আরসিসির পাঁচতলায় সদ্য নির্মিত অপারেশন থিয়েটারে রোজ ওটি করার মতো লোকই নেই! এই বিষয়ে মেডিক্যালের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, বিষয়টি দপ্তরের নজরে আনা হয়েছে। আশা করছি, দ্রুত সমাধান হবে। এদিকে এই সমস্যা মেটাতে শুক্রবার মেডিক্যালের অধ্যক্ষ ডাঃ বিশ্বাস স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করেন।
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা