দেশ

সেন্সাসের আগে ফের নাগরিকত্ব তাস! এবার সিটিজেন কার্ড মোদির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাজেটের পরই শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ।  তার আগে ফের নাগরিকত্ব তাস খেলার পরিকল্পনা মোদি সরকারের! এবার তাদের হাতিয়ার— ‘সিটিজেন কার্ড’। নতুন এই কার্ড নিয়ে এখন জল্পনা তুঙ্গে।
জানা গিয়েছে, সেন্সাসের সঙ্গেই চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) বা জাতীয় জনসংখ্যা পঞ্জি তৈরির জন্য তথ্য সংগ্রহের কাজ। শেষবার তা হয়েছিল ২০১০ সালে। নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর সেন্সাস কমিশনার বিভাগ তৈরি করবে এনপিআর। জনগণনার পাশাপাশি তার কাজ শুরু হয়ে যায়। কিন্তু করোনাকালে উভয়েরই কাজ থমকে গিয়েছে। সরকারি সূত্রে খবর, সেন্সাসের রিপোর্ট আসবে ২০২৬ সালের মার্চ মাসে। আর তারপরই তৈরি করা হবে ডিলিমিটেশন কমিশন। অর্থাৎ দেশের লোকসভা ও বিধানসভা আসন পুনর্বিন্যাসের কাজ শুরু হয়ে যাবে। এই প্রক্রিয়ার মধ্যেই সরকারের অন্দরে উত্থাপিত হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব। কোনও চুড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এখনও হয়নি। সবটাই আলোচনার স্তরে। তবে স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে। 
কী সেই চর্চা? জানা গিয়েছে, এনপিআরের ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের একটি করে সিটিজেন কার্ড দেওয়া হতে পারে। ওই কার্ডে থাকবে একটি ইউনিক নম্বর, যা সিটিজেন নম্বর হিসেবে বিবেচিত হবে। যদি এই সিদ্ধান্ত কার্যকর করা হয়, তাহলে আগামী দিনে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের পর আরও একটি নতুন কার্ড তৈরি হবে দেশে। আর তার জন্য সম্ভবত আবারও দাঁড়াতে হবে লম্বা লাইনে। অসমে এনআরসি চালু হওয়ার সময়ই এই প্রস্তাব নিয়ে প্রথমবার আলোচনা শুরু হয়েছিল। বলা হয়েছিল, বৈধ ও অবৈধ নাগরিকদের মধ্যে সরাসরি পার্থক্য রচনা করার জন্য এই একটি নাগরিকত্ব কার্ডই ঩যথেষ্ট। যদি সিটিজেন কার্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে আসন্ন বাজেটেই এটির কথা উল্লেখ করতে হবে। মূলত অর্থবরাদ্দের জন্য।
২০১৯ সালে সেন্সাসের ঘোষণার সময় বরাদ্দ করা হয়েছিল ৮৭৫৪ কোটি টাকা। পাশাপাশি এনপিআর আপডেটের জন্য ৩৯৪১ কোটি টাকা। করোনা সঙ্কট এই পরিকল্পনা আটকে দেয়। আগামী বছরে মার্চ-এপ্রিল মাসে সেন্সাস ও এনপিআর শুরু হওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে ১২ হাজার কোটি টাকা খরচ হবে। তবে এর সঙ্গে যদি যুক্ত হয় সিটিজেন কার্ড, তাহলে ব্যয়বরাদ্দ আরও বাড়বে। মোদি সরকার বারবার জানিয়েছে যে, ভোটার-প্যান-আধার ইত্যাদি কোনওটিকেই পূর্ণাঙ্গ নাগরিকত্বের কার্ড বলা যায় না। তাই একটি পৃথক সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকও। সেটা অবশ্য প্রধানত নিরাপত্তার কারণে। নতুন বছরে আবার সেই ভাবনা চর্চার ফিরতে চলেছে কেন্দ্রে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অভিন্ন দেওয়ানি বিধি, সেন্সাস, এনপিআর, ডিলিমিটেশন এবং সিটিজেন কার্ড—মোদির সরকারের ভবিষ্যৎ কর্মসূচির ছ’টি তাস! 
14h 14m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা