দেশ

কাশ্মীর: সমতল এলাকায় মরশুমের প্রথম তুষারপাত, খুশি পর্যটকরা

ফিরদৌস হাসান, শ্রীনগর: শুক্রবার চলতি মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল কাশ্মীরের সমতল এলাকা। এদিন বিকেলের পর থেকে শ্রীনগর ও আশপাশের জেলাগুলিতে তুষারপাত শুরু হয়। দীর্ঘ অপেক্ষা শেষ হওয়ায় এদিন খুশিতে মাতেন সাধারণ মানুষ। শ্রীনগরের পাশাপাশি ডোডা, রামবন, কিশতওয়ার থেকে তুষারপাতের খবর মিলেছে। এর জেরে বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজট দেখা দেয়। কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধও রাখতে হয়েছে। এদিকে, জম্মুর সমতল এলাকায় এদিন ভারী বৃষ্টিপাত হয়েছে। কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বিজয়কুমার বিধুরি এদিন জানিয়েছেন, তুষারপাতের জন্য যাতে সাধারণ মানুষকে কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য আগেভাগেই সব ব্যবস্থা করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, ভারী তুষারপাতের ফলে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার সঙ্গে জম্মুর পুঞ্চ ও রাজৌরির সংযোগকারী মুঘল রোডে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে যান চলাচলের গতি ছিল অত্যন্ত শ্লথ। কাজিগুন্দ ও কুলগাঁওয়ে ৩ থেকে ৪ ইঞ্চি তুষারপাত হয়েছে বলে জানা গিয়েছে। বারামুলা থেকে বানিহালের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ডিভিশনাল কমিশনার জানিয়েছেন, তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন। সব ডেপুটি কমিশনার ও বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক ও কর্মীদের তৈরি থাকতে বলা হয়েছে। তুষার পরিষ্কারের যন্ত্রও তৈরি রাখা হয়েছে। জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার দিকে নজর রাখছেন আধিকারিকরা। অন্যদিকে, ইংরেজি নববর্ষের কয়েকদিন আগে তুষারপাতের ফলে সাধারণ মানুষের পাশাপাশি খুশি পর্যটকরাও। কলকাতা থেকে কাশ্মীর ঘুরতে এসেছেন প্রীতম ঘোষ। তিনি বলেন, ‘আমরা তুষারপাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। এই প্রথম কাশ্মীরে তুষারপাতের সাক্ষী থাকলাম। পুরো উপত্যকাই যেন বদলে গিয়েছে।’
শুক্রবার শ্রীনগরে মরশুমের প্রথম তুষারপাতের মধ্যে ছবি তুলছেন পর্যটকরা। -পিটিআই
19h 19m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা