দেশ

৭০০ টাকায় ঘরভাড়া নিয়েছিলেন মনমোহন

গুয়াহাটি: দেশের অর্থনৈতিক সঙ্কট নিরসনে মনমোহন সিংয়ের উপর ভরসা রেখেছিলেন পি ভি নরসিমা রাও। ১৯৯১ সালে তাঁকে অর্থমন্ত্রী করেছিলেন দশম প্রধানমন্ত্রী। তবে সে সময় সাংসদ ছিলেন না তিনি। নিয়ম অনুযায়ী মন্ত্রী হওয়ার ছ’মাসের মধ্যে মনমোহনকে লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হতো। এই অবস্থায় এগিয়ে আসেন অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী হিতেশ্বর সইকিয়া। তিনিই তাঁকে অসম থেকে রাজ্যসভার প্রার্থী হওয়ার প্রস্তাব দেন। সে সময়ের নিয়ম অনুযায়ী, বাসিন্দা না হলে সংশ্লিষ্ট রাজ্য থেকে রাজ্যসভার প্রার্থী হওয়া যেত না। অগত্যা গুয়াহাটির সরুমোতোরিয়ায় হিতেশ্বরের স্ত্রী হেমপ্রভা সইকিয়ার বাড়িটিই ভাড়া নেন মনমোহন। বাড়িভাড়া ছিল মাসে ৭০০ টাকা। এরপর প্রায় তিন দশক সরুমোতোরিয়ার ৩৯৮৯ নম্বর বাড়ির নীচ তলাটিই ছিল ভারতের উদার অর্থনীতির জনকের ঠিকানা। তবে ২০১৯ সালে অসমে মনমোহনকে জেতানোর মতো বিধায়ক ছিল না কংগ্রেসের। তাই রাজস্থান থেকে রাজ্যসভায় যান মনমোহন। তবে অসমের সঙ্গে তাঁর সম্পর্কের ছেদ পড়েনি। তাঁর মৃত্যুতে সাতদিনের শোক ঘোষণা করেছে অসম সরকার। কেমন ভাড়াটে ছিলেন মনমোহন? সইকিয়া পরিবারের সদস্যদের স্মৃতিচারণায় উঠে এসেছে টুকরো স্মৃতি। হেমপ্রভা সইকিয়া বলেন, ‘অনেকেই চাননি মনমোহন অসম থেকে রাজ্যসভায় যান। এই নিয়ে মামলা হয়। তবে ১৯৯১ সাল থেকে এই বাড়ির একাংশই ছিল মনমোহনের ঠিকানা। বাড়িভাড়া ছিল ৭০০ টাকা।’ সেই ভাড়া দিতে কখনও দেরি করেননি মনমোহন। হেমপ্রভা জানাচ্ছেন, মাস শেষ হওয়ার অনেক আগেই তিনি ভাড়া মিটিয়ে দিতেন। অধিকাংশ সময়ই চেক চলে আসত মাস শেষের অনেক আগে। অসমের বাড়ি নিয়ে আবেগপ্রবণ ছিলেন সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীও। ২০১২ সালে মনমোহন জানান, ‘আমি এমন একটি স্থানে জন্মেছিলাম, যেটি দেশভাগের পর আর ভারতের অংশ রইল না। অল্প বয়সেই আমি ঘরছাড়া হলাম। অবশেষে অসমেই আমি স্থায়ী ঠিকানা খুঁজে পেলাম। এই বাড়িই আমাকে ঘরের অনুভূতি দিয়েছে।’ প্রত্যেক বার ভোটের সময় নিয়ম করে সস্ত্রীক এই বাড়িতে হাজির হতেন মনমোহন। শেষবার ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ভোট দেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সরুমোতোরিয়ার সেই ভাড়াবাড়ির কেয়ারটেকারও। তিনি জানান, ‘মনমোহন সিং আমাদের পিতৃ সমান।’ 
19h 19m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা