দেশ

দুই নাবালিকা বোনকে ধর্ষণের পর খুন, পুনেতে ধৃত পশ্চিমবঙ্গের বাসিন্দা

পুনে: দুই নাবালিকা বোনকে অপহরণ করে ধর্ষণ। তারপর ড্রামের জলে চুবিয়ে খুন। পুনের রাজগুরুনগর থানা এলাকার একটি গ্রামে ৫৪ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে, ধৃত ওই ব্যক্তির নাম অজয় দাস। আদতে তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। পুনেতে তিনি রাঁধুনির কাজ করেন। মৃতা দুই নাবালিকার বয়স যথাক্রমে আট ও নয়। তারা ওই এলাকাতেই বাবা-মায়ের সঙ্গে থাকত। ঘটনার সময় তাদের বাবা-মা কাজে বেরিয়ে গিয়েছিলেন। সেই সুযোগেই এই কাণ্ড ঘটায় অভিযুক্ত অজয়। পুলিস তাঁর ঘরের বাথরুমে জলের ড্রাম থেকে দুই কিশোরীর দেহ উদ্ধার করেছে। 
জানা গিয়েছে, অভিযুক্ত অজয়ের সঙ্গে ওই বাড়িতে আরও কয়েকজন থাকতেন। তাঁরা সকলেই পশ্চিমবঙ্গে ফিরে যান। ঘরে থেকে যান শুধুমাত্র অজয়। বাড়ি ফাঁকা থাকায় খাবারের লোভ দেখিয়ে প্রথমে এক কিশোরীকে অভিযুক্ত ঘরে ডাকেন। তারপর তাকে শৌচালয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তবে সে চিৎকার শুরু করায় জলের ড্রামে মাথা চুবিয়ে খুন করে। এদিকে বোনকে খুঁজতে খুঁজতে তার দিদি সেই ঘরে এলে তাকেও ধর্ষণ করে একইভাবে খুন করে অজয়। তারপর বাড়িতে তালা দিয়ে কাছের একটি লজে এসে ওঠেন।  জানা গিয়েছে,  তদন্তে নেমে পুলিস অজয়ের ঘর থেকে দু’টি দেহ উদ্ধার করে। পরে তল্লাশি শুরু করলে কাছের একটি লজে তার হদিশ মেলে। জানা গিয়েছে, অজয় পশ্চিমবঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে তার আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ‘অভিযোগ পেয়েই আমরা তদন্ত শুরু করি। এলাকায় জিজ্ঞাসাবাদ করে অজয়ের খোঁজ পাই। খবর আসে যে, তিনি পালানোর ছক কষছেন। সেইমতো পশ্চিমবঙ্গে ফেরার ট্রেনের টিকিটও কাটা হয়ে গিয়েছে। তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়। পুনের কাছে একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ অজয়ের বিরুদ্ধে খুন ও ধর্ষণ সহ বেশ কয়েক ধারায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাজগুরুনগর থানার সামনে এলাকাবাসী বিক্ষোভ দেখায়। 
19h 19m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা