দেশ

সুষমাকে জবাব দিলেন শায়েরিতে

নয়াদিল্লি: বরাবরই মিতবাক প্রয়াত প্রধামন্ত্রী মনমোহন সিং। কখনও শালীনতার মাত্রা অতিক্রম করেননি। এজন্য বারবার তাঁকে ‘মৌন মোহন’ কটাক্ষ হজম করতে হয়েছে। তবে কখনও কখনও আপাত গাম্ভীর্যের সেই মোড়ক ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। তখন ধরা পড়েছে মনমোহনের পরিহাসপ্রিয় রূপ। সেটা ২০১১ সালের মার্চ। উইকিলিকসের গোপন কেবল নিয়ে উত্তাল সংসদ। তাতে দাবি করা হয়, ২০০৮ সালে আস্থা ভোটে জিততে সাংসদদের ঘুষ দিয়েছিল কংগ্রেস। মনমোহন সরকারকে বিদ্ধ করে তৎকালীন বিরোধী নেত্রী সুষমা স্বরাজ বলেন, ‘তু ইধার-উধার কি না বাত কর, ইয়ে বতা কি কাফিলা কিঁউ লুটা, হামে রাহজানো সে গিলা নেহি, তেরি রেহবারি কে সওয়াল হ্যায়।’ (বিষয় বদল করবেন না। কেবল বলুন কোষাগার কেন লুট হল? লুটেরাদের নিয়ে কিছু বলার নেই। তবে আপনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে।) উত্তর দিতে মনমোহন সেবার বেছে নিয়েছিলেন আলমা ইকবালের কবিতার পংক্তি। মনমোহন বলেছিলেন, ‘মানা কি তেরি দিদ কি কাবিল নেহি হুঁ ম্যায়, তু মেরা শওক দেখ, মেরা ইন্তেজার দেখ।’ (জানি আমি তোমার মনোযোগের যোগ্য নেই। তবে আমার উদ্যম দেখুন, আমার আকাঙ্ক্ষা দেখুন।’) 
২০১৩ সালেও এমনই একটি কবিতার লড়াই নজর কেড়েছিল। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন বিতর্কে মনমোহন মির্জা গালিবকে উদ্ধৃত করে বলেন, ‘হামে উনসে হে ওয়াফা কি উমমিদ, জো নেহি জানতা ওয়াফা কেয়া হে’ (আমি এমন একজনের কাছে ভালোবাসা চেয়েছি যে জানেই না, ভালোবাসা আসলে কি)। স্বভাবসিদ্ধ ঢঙে সুষমা তখন বলে ওঠেন, ‘কুছ তো মজবুরিয়াঁ রহি হোঁগি, ইঁউ হি কোই বেওয়াফা নেহি হোতা। (কোনও বাধ্যবাধকতা তো রয়েইছে। কেউ কি আর এমনি এমনি ভালোবাসাকে অস্বীকার করে।) এখানেই শেষ নয়। সংবাদিকের দুর্নীতি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে মনমোহন বেছে নিয়েছিলেন সেই উর্দু কবিতাকেই। বলেছিলেন, ‘হজারো জবানো সে আচ্ছি হ্যায় মেরি খামোশি। জো কই সওয়ালোঁ কি আব্রু ঢক লেতি হে।’ (হাজারো বুলির থেকে আমার নীরবতা অনেক ভালো। নয়তো অনেক প্রশ্ন সামনে চলে আসবে।’ এটাই ছিল মনমোহনের আদর্শ যা মেনেছেন জীবনভর।
19h 19m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা