দেশ

জন্মভূমির মাটি ও জল নিয়ে বন্ধু মোহনার সঙ্গে দেখা করেন আলি

নয়াদিল্লি: ২০০৮ সাল। দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে তখন মনমোহন সিং। সেইসময় একদিন পাকিস্তান থেকে দিল্লি আসেন এক ব্যক্তি। নাম রাজা মহম্মদ আলি। ইচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে একবার দেখা করবেন। তারপরের দৃশ্য ভোলার নয়। শৈশবের দিনের মতোই একে অন্যকে জড়িয়ে ধরলেন তাঁরা। মাঝে কেটে গিয়েছে বহুবছর। কিন্তু দেশভাগ, পদমর্যাদা, ক্ষমতা, কোনওকিছুই সেই নিখাদ বন্ধুত্বের মাঝে আসতে পারেনি। আর আসবেই বা কেন ? আলির ছোটবেলার বন্ধু ‘মোহনা’ যে বরাবরই এমন সরল, সহজ।
১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর। অবিভক্ত ভারতে পাঞ্জাব প্রদেশের গাহ গ্রামে (বর্তমানে পাকিস্তানে) জন্ম মনমোহন সিংয়ের। শুরু থেকেই আলির সঙ্গে বন্ধুত্ব। একসঙ্গে প্রাথমিক স্কুলে পড়াশোনাও করেন দু’জনে। কিন্তু দেশভাগ দুই বন্ধুকে আলাদা করে দেয়। ২০০৪ সালে মনমোহনের প্রধানমন্ত্রী হওয়ার খবর পৌঁছয় গাহর গ্রামের বাড়িতে। সেই থেকে বন্ধুর সঙ্গে দেখা করার ইচ্ছে। শেষমেশ ২০০৮ সালে বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ মেলে। সেবার বন্ধুর জন্য জন্মভূমি গাহ থেকে মটি ও জল এনেছিলেন আলি। বন্ধুকে একটি ১০০ বছরের পুরোনো শালও উপহার দেন। আর মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কাউরকে উপহার দেন দুটো শালোয়র কামিজ স্যুটস। বাল্যবন্ধুকে পাগড়ি, শাল ও টাইটানের একটি ঘড়ি উপহার দেন মনমোহন। দু’বছর পর ২০১০ সালে মৃত্যু হয় আলির। বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বন্ধু মোহনাও। শুধু থেকে গেছে সেই স্মৃতি।
19h 19m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা