রাজ্য

এক মাসেই ৩৫ লক্ষ! ব্যাঙ্কে সুদ না পেয়ে শেয়ারে ‘ঝাঁপ’ মরিয়া মধ্যবিত্তের

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: পাল্টে যাচ্ছে মধ্যবিত্ত। সংসার খরচ বাঁচিয়ে সঞ্চয়প্রথায় চিরকাল মধ্যবিত্তের অগ্রাধিকার ছিল ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট, অথবা ডাকঘরের স্বল্প সঞ্চয়। অর্থাৎ নিরাপদ সরকারি সুদে সন্তুষ্ট ছিল তারা। জমানো টাকাতেই হয়ে এসেছে স্বপ্নের বাড়ি, ছেলেমেয়ের পড়াশোনা বা বিয়ে। সময় বদলেছে। সংসার খরচও বেড়েছে কয়েকগুণ। অথচ মোদি শাসনে ব্যাঙ্কের সুদ হেঁটেছে উল্টো পথে। মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কমেছে জমানো টাকায় সুদ। আর তাই গত কয়েক বছর ধরেই দেখা গিয়েছে ব্যাঙ্ক ও ডাকঘরে সঞ্চয়ে ঘাটতি। এখানেই শেষ নয়। উল্লেখযোগ্যভাবে কমেছে এলআইসিতে বিনিয়োগের প্রবণতা। প্রিমিয়াম দেওয়ায় অনীহা প্রবল। কারণ, ১৫-২০ বছর প্রিমিয়াম দেওয়ার পর যা রিটার্ন পাওয়া যাচ্ছে, তা মূল্যবৃদ্ধির সমুদ্রে এক বালতি জলের সমান। তাই মধ্যবিত্ত ঝাঁপ দিচ্ছে শেয়ারবাজারে। শেয়ার কেনা, এককালীন লগ্নির মিউচুয়াল ফান্ড এবং এসআইপির জোয়ার ডেকেছে বছর শেষে। নভেম্বরেই ৩৫ লক্ষ নতুন লগ্নিকারী যুক্ত হয়েছে রিটেল লগ্নির শেয়ার বাজারে। আর এই বিনিয়োগের সিংহভাগই মধ্যবিত্ত ঘর থেকে। লগ্নির প্রবণতা ও পরিমাণ থেকেই সেটা স্পষ্ট। 
হিসেব বলছে, শেয়ার বাজারে মোট লগ্নিকারীর সংখ্যা পৌঁছেছে প্রায় ১১ কোটিতে। এক মাসে ৩৫ লক্ষ নতুন রিটেল লগ্নিকারী তার মধ্যে বিস্ময়কর রেকর্ড। জুলাই থেকে নভেম্বর—লগ্নিকারী বেড়েছে প্রায় এক কোটি। দেশের মধ্যে চারটি রাজ্যের লগ্নি সবথেকে বেশি। মহারাষ্ট্র (১ কোটি ৮০ লক্ষ), উত্তরপ্রদেশ (১ কোটি ২০ লক্ষ), গুজরাত (৯৪ লক্ষ) এবং পশ্চিমবঙ্গ (৬৩ লক্ষ)। বিস্ময়ের কারণ, এমন সময়ে এই তাঁরা শেয়ার মার্কেট বেছে নিয়েছেন, যখন বাজার নিম্নগামী। অথচ, বেশ কিছু মাস ধরেই কিন্তু উল্কার গতিতে বেড়েছিল বাজার। একসময় ৮০ হাজার পেরিয়েছিল সেনসেক্স। তখন থেকেই এই সেক্টরে সাধারণের লগ্নির প্রবল তাগিদ দেখা যাচ্ছিল। নজর করার মতো ছিল নরেন্দ্র মোদির পূর্বাভাস। তাঁর ভবিষ্যদ্বাণী ছিল, ৪ জুনের পর শেয়ারবাজার আকাশ ছোঁবে। অর্থাৎ পরোক্ষে তিনি ১৪০ কোটি দেশবাসীর জন্য ট্রেডিং ফোরকাস্টই করেছিলেন। প্রশ্ন হল, শেয়ারবাজারকে মুনাফা পাইয়ে দিতেই কি ছিল এই পূর্বাভাস? না হলে ব্যাঙ্ক সঞ্চয় বাড়ানোর ব্যাপারে কোনও তাগিদ তাঁর দেখা যায়নি কেন? তাহলে তো সুদ অবশ্যই বাড়ত। 
15h 15m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা