রাজ্য

অনুপ্রবেশের ইস্যুকে নিয়ে তৃণমূল-বিজেপির তরজা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় গত কয়েকদিন ধরে তপ্ত রাজ্য-রাজনীতি। এই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের নেতারা বলছেন, সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের। সেখানে কোনও ফাঁক থাকছে বলেই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পূর্ণ ব্যর্থ। তাঁকে এর দায়ভার নিতে হবে। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিএসএফ যদি ঠিকমতো পাহারা না দেয় তাহলে তো লোক ঢুকবেই। বিএসএফ’কে আরও সক্রিয় হতে হবে। যেহেতু দেশের নিরাপত্তার প্রশ্ন, ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। যারা অন্যায়ভাবে প্রবেশ করছে, তাদের গ্রেপ্তার করতে হবে। 
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ত্রিপুরা, অসম বিজেপি-শাসিত রাজ্য। সেখানে জঙ্গি বা সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ে ক্যাম্প করছে অথচ কেন্দ্রের কাছে খবর থাকছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পূর্ণ ব্যর্থ। বিএসএফ তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। সেখানে পশ্চিমবঙ্গের পুলিস দায়িত্বের সঙ্গে কাজ করছে। যদিও তৃণমূলকে পাল্টা বিঁধে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, অনুপ্রবেশের বিরুদ্ধে একমাত্র বিজেপি প্রথম দিন থেকে লড়াই করে আসছে। সেখানে আমরা এনআরসি’র কথা বললেই তৃণমূল ক্যা-ক্যা-ছি-ছি করে! ফলে তৃণমূলের উদ্দেশ্য সেখান থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। 
15h 15m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা