খেলা

অশ্বিনের রেটিং পয়েন্টের রেকর্ড ভাঙলেন বুমরাহ

সিডনি: বর্ডার-গাভাসকর ট্রফিতে অগুনে ফর্মে যশপ্রীত বুমরাহ। সিরিজের এখনও পর্যন্ত চার টেস্টে ৩০টি শিকার ঝুলিতে ভরেছেন তিনি। তাঁর ধারেপাশে দুই দলের অন্য কোনও বোলার। মেলবোর্নে টিম ইন্ডিয়া হারলেও ছন্দ বজায় রেখে বুমবমু নিয়েছিলেন ৯টি উইকেট। এমন ঈর্ষণীয় ধারাবাহিকতার পুরস্কার স্বরূপ আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করলেন তিনি। শুধু তাই নয়, গড়লেন এক নতুন রেকর্ডও। ভারতীয় বোলারদের র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে সর্বাধিক রেটিং পয়েন্টে পৌঁছনোর কীর্তি এখন ৩১ বছর বয়সি তারকা পেসারের দখলে। তিনি ভেঙে দিলেন ২০১৬-র ডিসেম্বরে রবিচন্দ্রন অশ্বিনের গড়া ৯০৪ পয়েন্টের রেকর্ড। আইসিসি’র প্রকাশিত তালিকায় বুমরাহর নামের পাশে ঝলমল করছে ৯০৭ রেটিং পয়েন্ট। উল্লেখ্য, সার্বিকভাবে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জনের বিশ্বরেকর্ড রয়েছে ইংল্যান্ডের প্রাক্তন পেসার সিডনি বার্নসের দখলে (৯৩২)। পরের তিনটি স্থানে যথাক্রমে জর্জ লোমান (৯৩১), ইমরান খান (৯২২) ও মুত্তাইয়া মুরলীধরন (৯২০)। বুমরাহ যে গতিতে ছুটছেন তাতে খুব শীঘ্রই এক নম্বরে উঠে আসতে পারেন তিনি।
মেলবোর্ন টেস্টের আগে বুমরাহর ঝুলিতে ছিল ৯০৪ রেটিং পয়েন্ট। ফলে আগেই অশ্বিনের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। নিশ্চিত হয়েছিল বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও। মেলবোর্ন টেস্টের দুরন্ত পারফরম্যান্স বাকি বোলারদের থেকে তাঁর দূরত্ব অনেকটাই বাড়িয়েছে। ঠিক পিছনেই আছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড। তাঁর রেটিং পয়েন্ট ৮৪৩। অর্থাৎ দ্বিতীয় স্থানাধিকারীর থেকে ৬৪ পয়েন্ট উপরে রয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা পেসার। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৮৩৭ পয়েন্ট নিয়ে রয়েছেন তিন নম্বরে। বুমরাহ বাদে ভারতীয় বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন একমাত্র রবীন্দ্র জাদেজা। ৭৫০ পয়েন্ট নিয়ে দশম স্থানে তিনি। উল্লেখ্য, চলতি সিরিজে বুমরাহ একার কাঁধে টানছেন ভারতীয় দলকে। সিডনি টেস্টে তাঁর সামনে আরও একটি নজির গড়ার হাতছানি। বর্ডার-গাভাসকর ট্রফির এক সিরিজে সর্বাধিক উইকেট নেওয়ার ইতিহাস রচনা থেকে মাত্র তিনটি শিকার দূরে তিনি। সেক্ষেত্রে তিনি টপকে যাবেন ২০০১ সালে হরভজন সিংয়ের ৩২টি উইকেটের কীর্তি। আপাতত বুমরাহর দখলে ৩০টি উইকেট।
ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে এসেছেন যশস্বী জয়সওয়াল (৮৫৪ পয়েন্ট)। তাঁর সামনে রয়েছেন জো রুট (৮৯৫ পয়েন্ট), হ্যারি ব্রুক (৮৭৬ পয়েন্ট) ও কেন উইলিয়ামস (৮৬৭ পয়েন্ট)। বিরাট কোহলি ২৪ ও রোহিত শর্মা ৪০ নম্বরে নেমে গিয়েছেন।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা