খেলা

বুমবুমকে নিয়ে সতর্ক কামিন্স

সিডনি: বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ২০১৪-১৫ সালের পর প্রথমবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের হাতছানি অস্ট্রেলিয়ার সামনে। তবে সিডনি টেস্টে কামিন্সদের পথের কাঁটা হতে পারেন যশপ্রীত বুমরাহ। সেটা অজানা নয় অজি অধিনায়কের। সাংবাদিক সম্মলনে এই নিয়ে প্রশ্ন উঠলে সতর্ক কামিন্স বলেন, ‘বুমরাহর বিরুদ্ধে তিন ফরম্যাটেই বহু ম্যাচ খেলেছি। সেই অভিজ্ঞতা থেকে বলছি, ওকে সামলানো মোটেই সহজ কাজ নয়। তাই গত ম্যাচে ওর বিরুদ্ধে নন-স্ট্রাইকারে বেশি থাকার চেষ্টা করেছি (হেসে)। আর সিডনিতেও আমি শেষের দিকে ব্যাট করতে করতে নামব। আশা করব, তখন অনেক ওভার বল করে বুমরাহ ক্লান্ত হয়ে পড়বে। তাতে আমার কাজ কিছুটা সহজ হবে।’
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে চার টেস্টে বুমবুমের সংগ্রহ ৩০টি উইকেট। চলতি সিরিজে যা সবার চেয়ে বেশি। বলাই বাহুল্য, পঞ্চম টেস্টেও ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি। তবে শেষ তিন টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছে অস্ট্রেলিয়া। সেই ধারা বজায় রাখতে মুখিয়ে থাকবেন স্টিভ স্মিথ, ট্রাভিস হেডরা। এই প্রসঙ্গে কামিন্সের মন্তব্য, ‘শেষ তিনটি ম্যাচে ছেলেরা যেভাবে সেরাটা মেলে ধরেছে, তাতে আমি খুশি। অবশ্য ব্যাটিংয়ে আরও উন্নতির অবকাশ রয়েছে। শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে সেরাটা উজাড় করে দিতে তৈরি আমরা।’ সিডনির পিচ প্রসঙ্গে কামিন্স বলেন, ‘সিডনিতে বরাবর স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকে। তবে এবার উইকেট একটু ভিন্ন মনে হচ্ছে। শুরুতে ব্যাটিংয়ের জন্য অনুকূল থাকবে। শেষ দিকে পিচ ভাঙবে। তখন স্পিনারদের ভূমিকা কার্যকরী হয়ে উঠবে।’
এদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে খেলবেন না প্যাট কামিন্স। পরিবারের পাশে থাকতে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কা সফর থেকে।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা