বিনোদন

নতুন বছরের শুরুতেই চমক দেবের, দুর্গাপুজোয় আসছে ‘রঘু ডাকাত’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘খাদান’ সিনেমার হাত ধরেই টলিউডের কর্মাশিয়াল ছবির ‘মরা গাঙে বান এসেছে’। এমনটাই মত সিনেমা বিশেষজ্ঞদের। গত ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই রেকর্ড গড়ছে দেবের এই সিনেমা। এখনও পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা আয় করেছে দেব অভিনীত ও প্রযোজিত সিনেমাটি। টলিউডের বক্স অফিসে কার্যতই দাপট রয়েছে ‘খাদান’-এর। তার মাঝেই ইংরেজি নববর্ষের প্রথম দিনে সুখবর দিলেন অভিনেতা দেব। ২০২৫ সালে মুক্তি পাবে তাঁর অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘রঘু ডাকাত’। কথিত আছে বাংলার (অবিভক্ত বাংলা) বুকে একদা দাপিয়ে বেড়াত ‘রঘু ডাকাত’। দিনে দুপুরেও তার হা রে রে রে ডাক শুনে ভয়ে রক্ত হিম হয়ে যেত জমিদারদের। ডাকাতি, খুন তো ছিলই, পাশাপাশি তিথি মেনে আরাধ্যা দেবীর সামনে নরবলিও চড়াত সে। গরীবদের ‘রবিনহুড’, বড়লোক জমিদারদের কাছে রীতিমতো ত্রাস ছিল ‘রঘু ডাকাত’। তাঁকে নিয়ে লেখা হয়েছে বহু গল্প। বাংলার সেই দস্যুসর্দারকে নিয়ে সিনেমা বানানোর কথা ২০২১ সালের কালীপুজোর সময়েই ঘোষণা করে দেব ও প্রযোজনা সংস্থা এসভিএফ। তখন মুক্তি পেয়েছিল ‘রঘু ডাকাত’ সিনেমার ফার্স্ট লুকও। আর আজ, বুধবার ২০২৫ সালের শুরুতেই অনুরাগীদের সুখবর দিয়েছেন দেব। এই বছরের দুর্গাপুজোতেই মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ও প্রযোজিত ‘রঘু ডাকাত’। সঙ্গে রিল জগতের ‘রঘু ডাকাত’ দেব নিজের একটি লুক প্রকাশ্যে এনেছেন। তাতে দস্যুসর্দার রূপেই ধরা দিয়েছেন অভিনেতা। দেবের লুক সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেবের সঙ্গে এই সিনেমার প্রযোজনা করবে এসভিএফ। জানা গিয়েছে, এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের পাশাপাশি মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় হবে এই সিনেমার শ্যুটিং।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা