দেশ

কুয়াশার জেরে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, জখম ৩০, আশঙ্কাজনক কমপক্ষে ১০ যাত্রী

জয়পুর, ২ জানুয়ারি: রাজস্থানের দৌসা জেলায় ভয়াবহ দুর্ঘটনা। বাস ও লরির সংঘর্ষের জেরে জখম ৩০ জন যাত্রী। আহতদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার দৌসার দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে লাডলি কা বাস গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত স্লিপার বাসটি উজ্জয়িনী থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ভোরের দিকে ব্যাপক কুয়াশার দরুণ সেটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ফলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় বাসটি। বিশেষ করে বাসের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। চালকের সিট পর্যন্ত অংশ একেবারে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে।
পুলিস সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে কমপক্ষে ৪৫ জন যাত্রী ছিলেন। তাঁদের অধিকাংশই দিল্লির বাসিন্দা। এছাড়াও, কিছু যাত্রী ছিলেন সোনিপত ও কোটারও। জখমদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানোর  পাশাপাশি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এক যাত্রীকে জয়পুরেও পাঠানো হয়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান, কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা