দেশ

নতুন সমীকরণ! ফড়নবিশের প্রশংসায় উদ্ধবপন্থী শিবসেনা, অজিতের সঙ্গে আলোচনা শারদ পাওয়ারের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনা এবং নাটকীয়তার যেন যবনিকা পতনই হচ্ছে না। ইন্ডিয়া জোটকে পরাস্ত করে বিজেপি জোট বিধানসভা ভোটে বিপুল বিক্রমে জয়ী হয়েছে। তারপর মনে করা হচ্ছিল যে, আপাতত রাজ্য রাজনীতি হতে চলেছে তরঙ্গহীন। কিন্তু নতুন বছরের শুরুতেই ফের দলীয় সমীকরণ নিয়ে জল্পনা বাড়ছে। যে বিজেপি উদ্ধব থ্যাকারের ঘর ভেঙেছে, দলের নাম-প্রতীক এমনকী সংগঠনকেই ছিনিয়ে নিয়েছে, সেই বিজেপির প্রশংসায় পঞ্চমুখ উদ্ধব থ্যাকারের  শিবসেনা। শুক্রবার শিবসেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে বলা হয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রাজ্যের আদিবাসী জেলা গড়চিরৌলিতে নিজে গিয়ে উন্নয়নের যে প্রকল্প শুরু করেছেন, সেটা সাধুবাদযোগ্য। এই উদ্যোগকে শিবসেনা সমর্থন করে।  মুখ্যমন্ত্রীর এই ধরনের পদক্ষেপে সবরকমভাবে সমর্থন ও সহযোগিতা দিতে প্রস্তুত শিবসেনা। এরপরই শুরু জল্পনা। তাহলে কি উদ্ধব থ্যাকারের শিবসেনা ইন্ডিয়া জোট ছেড়ে দিয়ে ফিরবে এনডিএ জোটে? 
একা উদ্ধব নন, ইন্ডিয়া জোটের আর এক শরিক শারদ পাওয়ারের মতিগতি নিয়েও রাজনৈতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কারণ শারদ পাওয়ারের সঙ্গে তাঁর ভাইপো অজিত পাওয়ারের নাকি কয়েক দফায় আলোচনা হয়েছে। আবার দুই এনসিপি এক হয়ে যেতে পারে! সেক্ষেত্রে শারদ পাওয়ার ও অজিত পাওয়ার মিলিতভাবেএনডিএ জোটেই থাকবেন কি না, সেই প্রশ্ন উঠেছে। গতিপ্রকৃতি যদি সেই দিকেই যায়, তাহলে সম্পূর্ণ একা হয়ে যাবে কংগ্রেস। মহারাষ্ট্রেই সেক্ষেত্রে সর্বপ্রথম ইন্ডিয়া জোটের ভাঙন ঘটবে। যদিও শারদ পাওয়ারের মনের গতিবিধি আগাম বোঝা কারও পক্ষেই সম্ভব নয়। যতক্ষণ না পযর্ন্ত সিদ্ধন্ত ঘোষিত হচ্ছে, ততক্ষণ জল্পনাই চলবে। 
প্রশ্ন হল, উদ্ধব থ্যাকারের এই বিজেপির প্রতি নরম হওয়ার পিছনে কি উদ্ধবের খুড়তুতো ভাই রাজ থ্যাকারের হাত আছে? দুই ভাই শিবসেনা দলের উত্তরাধিকার নিয়ে পরস্পরের সঙ্গে সম্পর্ক তিক্ত করলেও, শেষ পর্যন্ত দেখা গেল তাঁরা কেউ নন, আদতে শিবসেনার অধিকার ছিনিয়ে নিয়েছেন একনাথ সিন্ধে। অর্থাৎ মূল শিবসেনা থ্যাকারে পরিবারের বাইরেই চলে গিয়েছে। সুতরাং এখন আর দুই ভাইয়ের মধ্যে দূরত্ব রেখে লাভ কী? এই মনোভাবেই সম্ভবত একজোট হচ্ছেন রাজ ও উদ্ধব। কিন্তু তাঁদের যদি বিজেপি সাদরে ডেকে নেয় এনডিএ জোটে, তাহলে একনাথ সিন্ধে কী করবেন? তিনি কি এই সমীকরণ মেনে নিতে রাজি? মহারাষ্ট্রের রাজনীতি 
অন্তহীন এক পলিটিক্যাল থ্রিলারেই পরিণত!  ফাইল চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা