দেশ

‘চাইলেই শিশমহল বানাতে পারতাম’, কেজরির বাংলো নিয়ে কটাক্ষ মোদির

নয়াদিল্লি: সামনের মাসেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা দিল্লিতে। তার আগেই কার্যত প্রচারের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের আগে শুক্রবার তিনি ছিলেন কার্যত কল্পতরুর ভূমিকায়। রাজধানীর ‘জুগ্গি ঝুপড়ি’বস্তিবাসীদের জন্য শুক্রবার উপহার দিলেন নতুন ফ্ল্যাট। সেই সঙ্গে নিশানা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমোকে। অরবিন্দ কেজরিওয়ালের বিলাসবহুল বাংলো নিয়ে কটাক্ষ শোনা গেল প্রধানমন্ত্রীর কণ্ঠে। বললেন, ‘দেশবাসী ভালোভাবেই জানেন, মোদি কখনই নিজের জন্য একটি বাড়ি তৈরি করেনি। উল্টে দেশের গরিব মানুষের জন্য ৪ কোটি বাড়ি তৈরি করে দিয়েছি। অথচ আমি চাইলে একটি শিশমহল বানাতে পারতাম।’ আপ সুপ্রিমোকে ‘আপদ’ ও ‘বেইমান’ বলেও কটাক্ষ করেন তিনি। প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাব দিতে দেরি করেননি কেজরিওয়াল। তাঁর পাল্টা কটাক্ষ, যিনি নিজের জন্য ২৭০০ কোটি টাকার বাড়ি বানান, ৮৪০০ কোটির বিমানে চড়েন এবং দশ লাখি স্যুট পরেন, তাঁর মুখে শিশমহলের কথা মানায় না। কেজরিওয়ালের অভিযোগ, ‘দিল্লির উন্নয়নে কিছুই করেনি কেন্দ্রের বিজেপি সরকার। প্রধানমন্ত্রী ৪৩ মিনিটের বক্তৃতায় ৩৯ মিনিটই ব্যয় করেছেন শুধু দিল্লিবাসীকে গালিগালি দিয়ে। অথচ তাঁরাই আপ সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।’ 
গত অক্টোবরে দিল্লির পূর্তদপ্তরের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাংলোয় কোটি কোটি টাকার আসবাব এবং দামি দামি গ্যাজেটের কথা উঠে আসে। তারপর থেকেই এনিয়ে তরজা চলছে আপ-বিজেপির। এদিন অশোক বিহারে ‘জুগ্গি ঝুপড়ি’র বাসিন্দাদের হাতে ১৬৭৫টি ফ্ল্যাট তুলে দিয়েছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। প্রতিটি ফ্ল্যাটের জন্য ব্যয় হয়েছে ২৫ লক্ষ টাকা। সেই অনুষ্ঠানে হাজির হয়ে এদিন দিল্লিবাসীর জন্য সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে কেজরিওয়ালকে নিয়ে একের পর এক কটাক্ষও করেন। তিনি বলেন, গত ১০ বছরে দিল্লিকে ঘিরে রেখেছেন একজন ‘আপদ’। আন্না হাজারেকে সামনে রেখে সেই ‘বেইমান’ দিল্লিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। দিল্লির শিশুদের শিক্ষার জন্য কিছুই করেননি। কেন্দ্রের পাঠানো টাকাও খরচ করেনি।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা