রাজ্য

সরকারি জমি জবরদখল করা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি জমি কোনও ভাবেই নতুন করে দখল করা চলবে না। এবার এই ইস্যুতে কড়া মনোভাব রাজ্য সরকারের। আজ, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্য স্তরের পর্যালোচনা বৈঠকে জমি দখলকারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জমি জবরদখলের ক্ষেত্রে কোনও নেতা-মন্ত্রী, আমলা কাউকেই যে রেওয়াত করা হবে না, তাও শুনিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জমি দখলের ক্ষেত্রে পুলিসের ভূমিকাতেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, “যেখানে জমি জবরদখল মুক্ত করা হচ্ছে, সেখানে ফের লোক বসে যাচ্ছে। কিন্তু পুলিস কিছুই করে না। কারণ তাঁরা জানেন, তিন বছরের জন্য থাকবেন তার পরে অন্য জায়গায় চলে যাবেন। সেই কারণে কিছু কাজ করে না। কিন্তু আজ থেকে নিয়ম হচ্ছে, যে সময় যে অফিসার থাকবে তখনকার সময়ের ব্যাপারে তাঁদেরকেই ধরা হবে।”
দখলকরা জমিতে ইতিউতি গজিয়ে উঠছে ফ্ল্যাট। এই প্রোমোটরেরা কী ভাবে মিউটেশন পাচ্ছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কিছু লোক বাইরে থেকে এসে সরকারি জমিতে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করে পালিয়ে যাচ্ছে। এঁদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। জিরো টলারেন্স নীতিতে পুলিস কাজ করবে।”
দখলকরা জমিতে যে ব্যক্তিরা মিউটেশন-সহ অন্য ক্ষেত্রে অনুমতি দিয়েছে তাঁদের পেনশন আটকে দেওয়াসহ অন্য নানা ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে একটি কমিটি গঠন করা হবে ও তার মাথায় স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে রাখা হবে বলেও জানান তিনি। এছাড়াও, অবৈধ বিল্ডিং তৈরি আটকাতে রেরা,  পুর ও পঞ্চায়েত দপ্তরের জয়েন্ট অ্যাপ তৈরির কথাও এদিন বৈঠক থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা