রাজ্য

খাগড়াগড় কাণ্ডে জেলবন্দি তারিকুলের এবিটি যোগ, হেফাজতে পেতে কোর্টে অসম এসটিএফ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জঙ্গি ‘সতীর্থ’ তারিকুল ইসলাম ওরফে সাজিদ ওরফে সুমনের সঙ্গে বহরমপুর জেলে গিয়ে দেখা করেছিল অসম এসটিএফের হাতে ধৃত আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) জঙ্গি আব্বাস আলি। এবিটির আইইডি  বিশেষজ্ঞ  নুর ইসলামের নির্দেশমতোই আব্বাস জেলবন্দি তারিকুলের সঙ্গে সাক্ষাৎপ্রার্থী হিসেবে গিয়ে কথাবার্তা বলে। এবিটির নেটওয়ার্ক কোথায় কোথায় শক্তিশালী করা দরকার, বিভিন্ন জেলে তাদের সংগঠনের  যে সমস্ত সদস্যরা রয়েছে. তাদের দিয়ে জেলের অন্য অপরাধীদের কীভাবে মগজ ধোলাই করতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা যাচ্ছে। চলতি বছরের মাঝামাঝি সাজা শেষ করে  বাইরে এলেই তারিকুলকে সংগঠনের ‘সুরা’র দায়িত্ব দেওয়া  হবে বলে ঠিক করে ফেলা হয়েছিল। আব্বাসকে জেরা করে এই তথ্য উঠে আসার পরই তারিকুলকে হেফাজতে নিতে অসমের আদালতে আজ শনিবার আবেদন জানানোর কথা সেখানকার এসটিএফের। আর্জি মঞ্জুর হলেই  তারিকুলকে বহরমপুর জেল থেকে অসমে নিয়ে গিয়ে আব্বাসের সঙ্গে মুখোমুখি বসানো হবে। প্রসঙ্গত খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে নাম জড়ায় বাংলাদেশি নাগরিক তারিকুল ওরফে সুমনের। ২০১৫ সালে এএনআই তাকে গ্রেপ্তার করে। বিচারপর্ব শেষে তার দশ বছরের সাজা হয়।
নুরকে জিজ্ঞাসাবাদ করে অসম এসটিএফের অফিসাররা জেনেছেন, জেল থেকে বের হবার পর সে তারিকুলের খোঁজ নেয়। জানতে পারে সে বহরমপুর জেলে সাজা খাটছে। ২০২৫ মাঝামাঝি সাজা শেষ হবে।  নুর পরিকল্পনা করে তারিকুলকে এবিটির সংগঠন সাজাতে কাজে লাগানো হবে। তার দায়িত্ব থাকবে খারিজি মাদ্রাসা তৈরি ও অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়ার।  জেলে অন্য অপরাধীদের মগজ ধোলাই করে সংগঠনে টেনে আনার জন্য তারিকুলের উপর ভরসা করছিল নুর।
তদন্তকারীরা জেনেছেন, মহম্মদ শাদ রবি ওরফে সাহেবের মাধ্যমে নুর জানতে পারে, মুর্শিদাবাদের বাসিন্দা আব্বাস বধু নির্যাতনের মামলায় বহরমপুর জেলে থাকাকালীন তার সঙ্গে পরিচয় হয়েছিল তারিকুলের। আব্বাসের মগজ ধোলাই করে জেহাদি ভাবধারায় টেনে আনে তারিকুল ওরফে সুমন। আব্বাস তদন্তকারীদের জানিয়েছে, নুর তিন মাস আগে মুর্শিদাবাদে এসে তাকে দায়িত্ব দিয়ে যায় তারিকুলের সঙ্গে জেলে বৈঠক করে সংগঠনের পরবর্তী রূপরেখা জানিয়ে দিতে। মাস দুই আগে পরিবারের সদস্যরা তারিকুলের সঙ্গে  দেখা করার অ্যাপয়নমেন্ট পেলে তাদের সঙ্গে আব্বাসও যায় জেলে। আব্বাস জেরায় তদন্তকারীদের জানিয়েছে, তারিকুলের সঙ্গে বিভিন্ন জেলে বন্দি জেএমবি ক্যাডারদের যোগাযোগ রয়েছে। নুর নির্দেশ দিয়েছিল, তারিকুল বাইরে এলে বিভিন্ন জেলে গিয়ে জেএমবি জঙ্গিদের সঙ্গে দেখা করতে। তাদের ব্যবহার করে জেলে থাকা অন্য অপরাধীদের মগজ ধোলাই করতে। যাতে জেলের মধ্যে সমান্তরাল সংগঠন তৈরি করা যায়। পাশাপাশি জেলবন্দিদের বের করে আনার জন্য অর্থ সাহায্য করার কথা ছিল তারিকুলের।
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা