রাজ্য

ফেব্রুয়ারির গোড়াতেই দেউচা-পাচামি কয়ালাখনি প্রকল্পে খনন শুরুর সম্ভাবনা

সংবাদদাতা, সিউড়ি: আগামী ফেব্রুয়ারি মাসের গোড়ায় বীরভূমের দেউচা পাচামিতে এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ কয়লাখনি প্রকল্পের খননকার্য শুরুর সম্ভাবনা। রাজ্য সরকারের হেফাজতে থাকা জমি ছাড়াও আরও ৪০ একর কিনে ফেব্রুয়ারি মাস থেকে খনন কাজ শুরু করার কথা। দেউচায় খোলামুখ খনির বদলে আণ্ডার গ্রাউন্ড মাইনিং করার কথা ভাবছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মূখ্যমন্ত্রীর নির্দেশের পর শুক্রবার বীরভূমের মহম্মদ বাজার ব্লক অফিসে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পর এমনই ইঙ্গিত মিলেছে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, ডিজি রাজীব কুমার, পিডিসিএল-এর এমডি পিবি সেলিম, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, জেলাশাসক বিধান রায়, পুলিস সুপার রাজনারায়ন মুখোপাধ্যায়, রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এই প্রকল্পের জন্য ১০ হাজার কোটি টাকার পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। 
খুব শীঘ্রই দেউচা-পাচামি কয়লাখনি প্রকল্পের উদ্বোধন হতে চলছে বলে পুজোর আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খনি এলাকার জমি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে বৃহস্পতিবার নবান্নের বৈঠকে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই  দেউচা-পাচামি ও দেওয়ানগঞ্জ-হরিণশিঙা কয়লাখনি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এদিন এসেছিলেন মুখ্যসচিব। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ নাগাদ দেউচা-পাচামিতে খনন কাজ শুরু হতে পারে। প্রাথমিক ভাবে মহম্মদবাজারের চাঁদা মৌজায় সরকারি ১২ একর জমিতে  এই খনন কাজ শুরু হবে। সেখানে প্রথমে ব্যাসাল্ট মাইনিংয়ের কাজ শুরু হবে। কারন মাটির নীচে 
কয়লা রয়েছে অনেকখানি গভীরে। সেই কয়লা অবধি পৌঁছতে উপরের কালো শক্ত পাথরস্তর তোলা হবে। এখানে প্রায় ১.২ বিলিয়ন মেট্রিক টন কয়লা মুজত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে 
শুরু হবে ব্যাসাল্ট মাইনিংয়ের কাজ।  যেহেতু কয়লাস্তর অনেক নীচে রয়েছে, তাই ভৌগোলিক পরামর্শদাতাদের কথা মেনে ওই একই জায়গায় খনি 
খোঁড়ার কাজ শুরু হবে। মুখ্যসচিব বলেন, মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের একটি স্বপ্নের প্রকল্প এই কয়লাখনি। এখানে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। মুখ্যসচিবের বৈঠকের পর দেউচা 
পাচামির সোঁতশাল মোড়ে জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থী জমিদাতাদের কয়েকজন। 
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা