দক্ষিণবঙ্গ

স্কুলে ভর্তির জন্য বাড়তি টাকা নেওয়ায় উত্তেজনা করিমপুরে

সংবাদদাতা, করিমপুর: নতুন ক্লাসে ভর্তিতে বাড়তি টাকা নেওয়ায় অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়াল। করিমপুর-২ ব্লকের নতিডাঙা অমিয় স্মৃতি বিদ্যালয়ে বেশি টাকা নিয়ে কম টাকার রসিদ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিভাবকদের অভিযোগ, কয়েকদিন আগে বিষয়টি স্কুলে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ফের ভর্তি প্রক্রিয়ায় বাড়তি টাকা নেওয়ায় অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়ায়।
করিমপুর নতুন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সামস আফরোজ বলেন, ওই স্কুলের অনেক অভিভাবক আমাকে ও জেলা পরিদর্শককে বিষয়টি জানিয়েছেন। প্রধান শিক্ষককে ভর্তির সময় বাড়তি টাকা না নিতে বলা হয়েছে।
স্কুলের এক পড়ুয়ার অভিভাবক তথা শোভরাজপুরের বাসিন্দা মেহেরুল শেখ বলেন, ২৬ ডিসেম্বর থেকে নতুন ক্লাসে ভর্তি শুরু হয়েছে। এবছর আমার ছেলে নবম শ্রেণিতে উঠল। ভর্তির জন্য মোট ৩৫০টাকা নিয়ে ২৪০ টাকার রসিদ দেওয়া হচ্ছে। এর আগে বাড়তি টাকা নেওয়ার বিষয়টি নজরে আসতেই স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তখন স্কুল থেকে আমাদের বলা হয়, ভর্তির জন্য বাড়তি টাকা নেওয়া হবে না। কিন্তু এদিন ভর্তি হওয়ার সময়ও বেশি টাকা নেওয়া হয়। তার জেরেই অভিভাবকরা বিক্ষোভ দেখান।
অপর অভিভাবক সাবিনা বিবি বলেন, আমার দুই মেয়ে ও এক ছেলে পড়াশোনা করে। স্বামীর ছোট্ট চায়ের দোকানের উপর নির্ভর করে সংসারের পাশাপাশি ছেলেমেয়ের পড়াশোনা চালাতে হয়। এতে এমনিতেই খুব কষ্ট হয়। তবে এখন মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বই, পোশাক, ব্যাগ, জুতো, ট্যাবও দিচ্ছেন। যে কারণে বহু গরিব পরিবারের ছেলেমেয়ে পড়ার সুযোগ পাচ্ছে। কিন্তু স্কুলে ভর্তির জন্য বেশি টাকা নেওয়া হলে অনেকের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমার বড় মেয়ে নবম ও ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে এবছর মোট সাতশো টাকা নিয়েছে। অথচ ৪৮০ টাকার রসিদ দিয়েছে।
শাসকদলের করিমপুর-২ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি নজরুল ইসলাম বিশ্বাস বলেন, স্কুলের উন্নয়ন ও কিছু কাজের জন্য অতিরিক্ত ১১০ টাকা ডোনেশন নেওয়া হয়েছিল। প্রধান শিক্ষক ও অবর বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে কথা বলেছি। বেশিরভাগ পড়ুয়া ভর্তি হয়ে গিয়েছে। বাকিদের কাছে বাড়তি টাকা নেওয়া হবে না। যে সমস্ত পড়ুয়ার থেকে বাড়তি টাকা নেওয়া হয়েছে, তাঁদের টাকা ফেরানো হবে।
স্কুলের প্রধান শিক্ষক আবদুল মান্নান মণ্ডল বলেন, স্কুলে সিসি ক্যামেরা বসানো ও কিছু কাজ করার জন্য এই টাকা নেওয়া হয়েছিল। শিক্ষক ও অভিভাবকদের আলোচনায় বিষয়টি মিটে গিয়েছে। ভর্তির সময় নেওয়া বাড়তি টাকা ফিরিয়ে দেওয়া হবে।
 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা