বিদেশ

মার্কিন মুলুকে বাংলায় ব্যালট পেপার, ভোট দেবেন লক্ষাধিক বাঙালি

নিউ ইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার জয়জয়কার। একমাত্র ভারতীয় ভাষা হিসেবে নিউ ইয়র্কের ব্যালট পেপারে জায়গা করে নিয়েছে বাংলা। প্রশাসনের এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি আমেরিকায় বসবাসকারী বাঙালিরা। এবিষয় নির্বাচনী বোর্ডের কার্যনিবাহী ডিরেক্টর মাইকেল জে রায়ান বলেন, ‘ইংরেজির সঙ্গে চারটি ভাষায় ব্যালট পেপার রাখাটাই দস্তুর। চীনা, স্প্যানিশ, কোরিয়ানের পাশাপাশি চতুর্থ এশীয় ভাষা হিসেবে জায়গা করে নিয়েছে বাংলা। বিষয়টি নিয়ে মামলা পর্যন্ত হয়েছিল। সেখানেই ভারতীয় ভাষা হিসেবে বাংলাকে বেছে নেওয়া হয়।’ প্রসঙ্গত, ২০১৩ সালে নিউ ইয়ের্কর কুইন্সে প্রথমবার বাংলায় লেখা ব্যালট দেখেছিলেন স্থানীয়রা। 
নিউ ইয়র্কে লক্ষাধিক বাংলাভাষী মানুষ বসবাস করেন। ভারতীয়দের পাশাপাশি রয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূতরা। শহরের ব্রুকলিন, ব্রঙ্কস ও কুইন্সেই মূলত বাঙালিদের বসবাস। প্রশাসনের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাঙালিরা। শুভশেষ নামে এক ব্যক্তি জানান, ‘অধিকাংশ নাগরিক ইংরেজি জানেন। কিন্তু আমরা অনেকেই মাতৃভাষাতে বেশি স্বচ্ছন্দ। এর জেরে ভোটকেন্দ্রেও সুবিধা মিলবে। আশা করি, বাংলা ভাষায় ব্যালট পেপার দেখে সবাই খুশি হবেন।’ 
একই কথা শোনা গেল ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ অবিনাশ গুপ্তার বক্তব্যে। তাঁর কথায়, ‘এর জেরে ভারতীয় বংশোদ্ভূতরা সহজে ভোট দিতে পারবেন। মতামত দেওয়ার পাশাপাশি ভোটে প্রার্থীও হচ্ছেন ভারতীয়রা। বিষয়টি সত্যিই গর্বের।’
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা