বিদেশ

আমেরিকায় ভোটের ফলে নির্ণায়ক ভূমিকা নিচ্ছে ভারতীয় বংশোদ্ভূতরা

ওয়াশিংটন: ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প— রাজপাট কার হাতে উঠবে? আর ক’দিনের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। তবে তার আগে আমেরিকার এবারের নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইন্দো-মার্কিন ভোটারদের ভূমিকা। কারণ, এই মুহূর্তে মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূতরাই দ্বিতীয় সর্বোচ্চ অভিবাসী গোষ্ঠী। মেক্সিকানদের ঠিক পরেই তাঁদের স্থান। ফলে ভারতীয়দের সমর্থন যেদিকে থাকবে, ভোটের ফল সেদিকে ঝুঁকে যেতে পারে।
এই মুহূর্তে আমেরিকায় ইন্দো-মার্কিন ভোটারের সংখ্যা ৫২ লক্ষ। সাধারণত ঐতিহাসিকভাবে আমেরিকায় বসবাসকারী ভারতীয় ভোটাররা দৃঢ়ভাবে পাশে থাকেন ডেমোক্র্যাটিক পার্টির। তার উপর এবার আবার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস স্বয়ং ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার ইতিহাসে এই প্রথম। যদিও ইন্দো-মার্কিন ভোটারদের ভূমিকা টের পেয়ে তাঁদের সমর্থন আদায়ে কোমর বেঁধে নেমেছে রিপাবলিকান পার্টিও। আর সেই কারণেই অর্থনীতি থেকে বিভিন্ন সামাজিক ইস্যুতে নীতি বদলেছে ডোনাল্ড ট্রাম্পের দল। এই দড়ি টানাটানির মধ্যে বাস্তব পরিস্থিতি কী বলছে? হ্যারিস না ট্রাম্প— শেষ পর্যন্ত কার দিকে যাবে সিংহভাগ ইন্দো-মার্কিন ভোটারের সমর্থন। হাওয়া বুঝতে ভোটের আগে সমীক্ষা চালিয়েছে কার্গেগি গোষ্ঠী। রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস সংস্থা ইউগভ এই সমীক্ষায় সহযোগিতা করেছে। কমলা হ্যারিসের জন্য সুখবর হল, এই সমীক্ষায় দশ জনের মধ্যে ছ’জনই ডেমোক্র্যাট শিবিরকে সমর্থনের পক্ষে মত দিয়েছেন। আবার ট্রাম্পের জন্য ইতিবাচক বিষয় হল, রিপাবলিকানদের পক্ষে সমর্থনের ভিত আগের থেকে বেড়েছে। 
সমীক্ষায় সামনে এসেছে, সমর্থনের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক ভিন্নতাও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। দেখা যাচ্ছে, ইন্দো-মার্কিন মহিলা ভোটারদের ৬৭ শতাংই কমলা হ্যারিসের পাশে থাকার ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু পুরুষদের ক্ষেত্রে সংখ্যাটা অনেকটাই কম। মাত্র ৫৩ শতাংশ ইন্দো-মার্কিন পুরুষ ভোটার হ্যারিসকে ভোট দেওয়ার পক্ষে রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই আগের থেকে বেশি পুরুষ ভোট এবার রিপাবলিকানদের ঝুলিতে যেতে পারে। এটি নিশ্চিতভাবেই ট্রাম্পের জন্য সুখবর। তবে শেষ হাসি কে হাসেন, সেই দিকেই এখন সবার নজর।  
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা