বিদেশ

কানাডায় মন্দিরে হামলা খালিস্তানিদের, দ্রুত ব্যবস্থা নিতে কড়া বার্তা ভারতের

টরন্টো (পিটিআই): ভারত-কানাডার সম্পর্কের ক্রমেই অবনতি হচ্ছে। তার মধ্যেই সেখানকার একটি হিন্দু মন্দিরে ভক্তদের উপর খালিস্তানিদের হামলার ঘটনায় তা নতুন মাত্রা পেয়েছে। গতকাল কানাডার ব্রম্পটন শহরের হিন্দু সভা মন্দিরে এই আক্রমণের ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই এই সম্পর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কানাডার এক এমপিও তা শেয়ার করেছেন। হামলার এই ঘটনায় সেদেশে বাসরত ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। এক্স হ্যান্ডলে ঘটনার নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, এই ধরনের হিংসার ঘটনা ভারতের মনোবল ধ্বংস করতে পারবে না। আমরা আশা করব কানাডা সরকার বিচার নিশ্চিত করবে ও আইনের শাসন প্রতিষ্ঠিত করবে। হিন্দু সভা মন্দিরে হামলার নিন্দা করেছেন কানাডার বিরোধী দলনেতা পিয়ের পলিভিয়ের। জোড়া চাপের মধ্যে মুখ খুলতে বাধ্য হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পিল রিজিওনাল পুলিস।
জানা গিয়েছে, ঘটনাটি গত রবিবারের। ব্রম্পটনের হিন্দু সভা মন্দিরে চড়াও হয় খালিস্তানি সমর্থকরা। তাদের অনেকের হাতেই ছিল খালিস্তানি পতাকা। মন্দিরের সামনে দু’পক্ষের মধ্যে আচমকাই সংঘর্ষ শুরু হয়। একে অপরের উপর লাঠি নিয়ে চড়াও হয় তারা। এর পরেই মন্দির চৌহদ্দিতে ঢুকে ভক্তদের মারতে শুরু করে তারা। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। এই ঘটনার পরেই মন্দিরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। কানাডার পিল রিজিওনাল পুলিস এই ঘটনার যথাযথ তদন্ত করার আশ্বাসও দিয়েছে। এরই মধ্যে ঘটনার প্রতিবাদ করায় এক ভক্তকে ঘুসি ও ব্যাটন দিয়ে মারধর করেছে পুলিস। 
গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সোমবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিচ্ছিন্নতাবাদীরা যেভাবে ওন্টারিওর ব্রম্পটনের মন্দিরে হামলা চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কানাডা প্রশাসনকে বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আশা করি, যারা এই ধরনের ঘটনায় জড়িত, তারা শাস্তি পাবে।’ ঘটনার তীব্র নিন্দা করে কড়া বার্তা দিয়েছে ওটোয়ার ভারতীয় হাই কমিশন। কানাডার পার্লামেন্ট সদস্য চন্দ্র আর্য জানান, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা সমস্ত সীমা অতিক্রম করেছেন।
এই হামলার ঘটনার কড়া নিন্দা করেন সেদেশের বিরোধী দলনেতা পিয়ের পলিভিয়ের। এই ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলে সাফ জানিয়েছেন তিনি। সুর চড়ান টরন্টোর এমপি কেভিন ভনও। জানান, হিন্দুদের রক্ষা করতে ব্যর্থ হয়েছেন দেশের নেতারা। তথ্যাভিজ্ঞ মহলের মতে, এর পরেই কার্যত চাপে পড়ে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার ভারত বিরোধিতার পথ থেকে সরে এসে এক্স হ্যান্ডলে লেখেন, ‘ব্রম্পটনের হিন্দু সভা মন্দিরে যে হিংসার ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। কানাডার প্রত্যেক জনগণের স্বাধীনভাবে তাঁদের নিজ নিজ ধর্মপালনের অধিকার রয়েছে। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পিল রিজিওনাল পুলিসকে ধন্যবাদ।’ 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা