বিদেশ

কাল প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকায় শেষ মুহূর্তে জোর প্রচার দুই প্রার্থীরই, আগাম ভোটদানে রেকর্ড 

ওয়াশিংটন: আগামী কাল আমেরিকায় বহু প্রতিক্ষীত প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের প্রাক্কালে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিভিন্ন প্রদেশে জোরদার প্রচার চালান দুই প্রতিদ্বন্দ্বী। আসন্ন নির্বাচনে ‘নির্ণায়ক’ ভূমিকা নিতে চলেছে পেনসিলভেনিয়া, মিশিগান, উত্তর ক্যারোলিনার মতো একাধিক প্রদেশ। তাই প্রচারে কোনওরকম ফাঁক রাখতে নারাজ প্রার্থীরা। শনিবার উইসকনসিন ও উত্তর ক্যালিফোর্নিয়ায় সভা করেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা। উচ্ছ্বসিত কর্মী-সমর্থকদের উদ্দেশে তাঁর দৃপ্ত বার্তা, ‘আমরা জিতবই।’ সেদিন রাতে অভিনেত্রী মায়া রুডল্ফের ‘স্যাটারডে নাইট লাইভ’ নামক অনুষ্ঠানে হাজির ছিলেন ডেমোক্র্যাট পদপ্রার্থী। মায়ার মতোই সেজেছিলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী। অভিনেত্রীর উদ্দেশে কমলা বলে ওঠেন, ‘আপনাকে দেখে ভালো লাগছে।’ এভাবেই শেষপর্বে অভিনব প্রচার সারলেন জো বাইডেনের ডেপুটি।  ট্রাম্প অবশ্য এদিন ভার্জিনিয়াকে পাখির চোখ করেছিলেন। সালেমে স্থানীয়দের উদ্দেশে তিনি জানান, দেশে শান্তি ও সমৃদ্ধির নতুন অধ্যায় তৈরি হতে চলেছে। 
আমেরিকায় ভোট হয় ‘ইলেক্টোরাল কলেজ’ নামক একটি পদ্ধতির মাধ্যমে। ৫০টি প্রদেশে রয়েছেন মোট ৫৩৮ জন ইলেক্টর। জয় নিশ্চিত করার ক্ষেত্রে ম্যাজিক ফিগার ২৭০। সমীক্ষা বলছে, ২২৬ টি ইলেক্টোরাল ভোট পেতে চলেছেন কমলা। অন্যদিকে ট্রাম্পের পক্ষে যাবে ২১৯টি ভোট। সেক্ষেত্রে একজনকে ৪৪ এবং অন্য জনকে ৫১টি ভোট সংগ্রহ করতে হবে। এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পেনসিলভেনিয়া, মিশিগান।  
ইতিমধ্যে শুরু হয়েছে আগাম ভোট প্রক্রিয়া। ভোটদানের হার চোখে পড়ার মতো। আমেরিকার ৫০টি প্রদেশে ভোটদানের নিজস্ব ব্যবস্থা রয়েছে। সূত্রের খবর, এখন পর্যন্ত ৬ কোটি ৮০ লক্ষের  বেশি নাগরিক আগাম ভোট দিয়েছেন। শুরু থেকেই আগাম ভোটদানের হারের উপর নজর রাখছেন কার্যনির্বাহী ডিরেক্টর মাইকেল রায়ান ও তাঁর ডেপুটি ভিনসেন্ট ইগনিজিও। ভোটদানের প্রথম দিনেই মতামত জানিয়েছেন ১ লক্ষ ৪০ হাজারের বেশি মার্কিন নাগরিক। রায়ানের কথায়, ‘আগাম ভোটদানের নিরিখে  ইতিহাস সৃষ্টি করেছে নিউ ইয়র্ক। ২০২০ সালে ভোটকেন্দ্র ছিল একশোর কম। আজকের সংখ্যাটা তার থেকে ৫০ শতাংশ বেশি। ’ খারাপ আবহাওয়া, লম্বা লাইন থেকে শুরু করে সময়ের অভাব। মূল ভোটদানের দিন যাবতীয় ঝামেলা থেকে রেহাই পাওয়ার লক্ষ্যেই আগাম মতামত দিচ্ছেন আমেরিকাবাসী। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা