বিদেশ

হিন্দুদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা নেতার পদ কাড়ল খালেদা জিয়ার দল

ঢাকা: প্রবল বিক্ষোভের মুখে চাপে পড়ে কি অবস্থান বদল করল খালেদা জিয়ার বিএনপি? বাংলাদেশের জাতীয় পতাকাকে অপমান করেছেন, এই অভিযোগে  ইসকনের অন্যতম সংগঠক চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী, চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বায়ক অজয় দত্ত সহ ১৯ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করেছিলেন বিএনপি নেতা ফিরোজ খান। দু’দিনের মধ্যেই তাঁকে দলের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করল খালেদার দল। শুক্রবার চিঠি দিয়ে ফিরোজের এই অবনমনের কথা ঘোষণা করেন বিএনপির চট্টগ্রামের চান্দগাঁও থানার সভাপতি মহম্মদ আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহম্মদ গিয়াসউদ্দিন ভুঁইয়া। ফিরোজ চট্টগ্রাম শহরের মোহরা ওয়ার্ডের  সাধারণ সম্পাদক পদে ছিলেন। বিএনপি সূত্রে খবর, ফিরোজ এই মামলা দায়ের করার বিষয়ে দলের কারও সঙ্গে কোনও আলোচনা করেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিও নেননি। ব্যক্তিগত উদ্যোগে মামলাটি করেছেন। বিএনপির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি গৌতম হালদার প্রান্ত। মামলা প্রত্যাহারের আর্জিও জানিয়েছেন তিনি। এদিকে, চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ প্রত্যাহারের দাবিতে শুক্রবার চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে ফের বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সনাতন জাগরণ মঞ্চ। চট্টগ্রামের পাশাপাশি এদিন ৬৪ জেলাতেও বিক্ষোভ সমাবেশের আয়োজন হয়। চেরাগি মোড় এলাকায় হাজারে হাজারে মানুষ ওই সমাবেশে যোগ দেন। তবে, আয়োজকদের একাংশের অভিযোগ, বিক্ষোভকারীরা যাতে সমাবেশে যেতে না পারেন, তার জন্য প্রশাসনের তরফে বিভিন্ন রাস্তা আটকে দেওয়া হয়।। মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের রক্ষার দাবি জানান তাঁরা। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। আগুনও ধরিয়ে দেওয়া হয়। শেখ হাসিনাকে সমর্থন করায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতা জাতীয় পার্টিকে উত্খাতের ডাক দিয়েছিলেন। তারপরই হামলা চলে। প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্র-জনতা। ২৫ অক্টোবর লালদিঘি ময়দানে হিন্দু ধর্মাবলম্বীদের সমাবেশের দিন জাতীয় পতাকার উপরে একটি গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। যদিও সমাবেশের সঙ্গে ওই পতাকা লাগানোর যোগ থাকা সম্ভব নয় বলে প্রথম থেকেই পাল্টা দাবি উঠছিল। 
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা