দেশ

তিন রাজ্যের ১৪টি বিধানসভা আসনে উপ নির্বাচনের দিন বদল

নয়াদিল্লি: দেশের তিন রাজ্যের ১৪ বিধানসভা আসনে উপ নির্বাচনের দিন বদল করল কমিশন। কেরল, পাঞ্জাব ও উত্তরপ্রদেশের উপ নির্বাচনে ১৩ নভেম্বরের পরিবর্তে ভোটগ্রহণ করা হবে ২০ নভেম্বর। ভোট গণনার দিন অবশ্য অপরিবর্তিত থাকছে। ২৩ নভেম্বর নির্ধারিত দিনেই ফলাফল ঘোষণা হবে। কমিশন জানিয়েছে, একাধিক রাজনৈতিক দল ভোটের দিন পরিবর্তনের আর্জি জানায়। কলপথি রসথোলসভম (১৩-১৫ নভেম্বর), কার্তিক পূর্ণিমা (১৫ নভেম্বর), গুরু নানকের প্রকাশ পরব (১৫ নভেম্বর) মতো উৎসবের জন্যই ভোটের তারিখ বদলের অনুরোধ জানানো হয়। উৎসবগুলির জন্য ভোটদানের হারের উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তারা। এই দাবির পরিপ্রেক্ষিতেই উপ নির্বাচনের দিন পিছিয়ে দেওয়া হল। উত্তরপ্রদেশের ন’টি, পাঞ্জাবের চারটি ও কেরলের একটি বিধানসভা আসনের উপ নির্বাচনে ভোটের দিন বদল করা হয়েছে। কেরলের বিধানসভার উপ নির্বাচনের তারিখ বদল হলেও ওয়েনাড় লোকসভা আসনের উপ নির্বাচনে ভোট গ্রহণ নির্ধারিত ১৩ নভেম্বরই হবে। 
এদিকে, ভোটের দিন বদল নিয়ে উত্তরপ্রদেশে সরগরম রাজনীতি। কমিশনের সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে একহাত নিয়েছে সমাজবাদী পার্টি (সপা)। দলের নেত্রী তথা সাংসদ ডিম্পল যাদবের কটাক্ষ, মহারাষ্ট্রে বেশ কিছু আসনে সপা লড়াই করছে। সেখানে প্রচারে সাড়াও ফেলেছে। তা দেখেই সপা নেতাদের যাতে উত্তরপ্রদেশের ভোট নিয়ে ব্যস্ত রাখা যায়, সেজন্যই উপ নির্বাচনের দিন বদল করা হয়েছে। আপ সাংসদ সঞ্জয় সিংও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাঁর দাবি, বিজেপিকে সুবিধা করে দিতেই ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। সপা নেতা অখিলেশ যাদবের সঙ্গে দেখা করার পর এমন দাবি করেছেন উত্তরপ্রদেশে আপের দায়িত্বপ্রাপ্ত এই নেতা।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা