দেশ

মুখ্যমন্ত্রীর শান্তির বার্তার পরদিনই উত্তপ্ত মণিপুর, চলল গুলি-বোমা

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: দেড় বছরেরও বেশি সময় ধরে অশান্তি অব্যাহত মণিপুরে। ২০২৪ সালের শেষদিনে অর্থাৎ মঙ্গলবার এজন্য ক্ষমা চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ২০২৫ সালের মধ্যে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরবে বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি। তাঁর এই বার্তার কয়েক ঘণ্টা পরই ফের উত্তপ্ত মণিপুর। বুধবার ভোররাতে মণিপুরের পশ্চিম ইম্ফল জেলার কাদাংবন্দ এলাকায় হামলা চালাল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, কাংপোকপির কয়েকজন দুষ্কৃতী ভোর রাতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। চলে বোমাবাজিও। পাল্টা জবাব দেয় ভিলেজ ভলান্টিয়াররা। তবে হতাহতের কোনও খবর মেলেনি। এদিন ভোররাতে পাহাড়ের উঁচু জায়গা থেকে নীচের এলাকাকে লক্ষ্য করে  গুলি ও বোমা ছুড়তে শুরু করে জঙ্গিরা। হঠাৎ এই হামলার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। প্রাণ বাঁচাতে অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র পালিয়ে যান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে পুলিস জানিয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। পুলিস সূত্রে খবর, ২০২৩ সালের মে মাসের পর থেকে এই কাদাংবন্দ এলাকায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে দুষ্কৃতীরা।
গতবছর ১১ নভেম্বর জিরিবামে সিআরপিএফের উপর হামলার পাশাপাশি মেইতেই গোষ্ঠীর লোকজনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সম্প্রতি একটি ভিডিওতে সেই হামলার দায় স্বীকার করেছে কুকি ন্যাশনাল ফ্রন্ট-পি (কেএনএফ-পি)-এর কমান্ডার টাইগার। ইতিমধ্যে সেই তথ্য হাতে পেয়েছে এনআইএ। বুধবার এনআইএ-এর বিশেষ আদালতে তা পেশ করার পর টাইগারের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা