দেশ

বাড়িতে বুলডোজার, প্রাক্তন জেলাশাসকের বিরুদ্ধে এফআইআর

লখনউ: সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মুখ থুবড়ে পড়েছে উত্তরপ্রদেশের ‘বুলডোজার নীতি’। এবার এই ‘নীতি’র জেরেই বিপাকে পড়েছেন রাজ্যের সরকারি আধিকারিকরা। মহারাজগঞ্জের প্রাক্তন জেলাশাসক সহ মোট ২৬ জন প্রশাসনিক আধিকারিক ও পুলিসকর্মীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। বুধবার এমনই জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিস। জানা গিয়েছে, এই ঘটনার পরবর্তী তদন্ত করবে সিবি-সিআইডি।
২০১৯ সালে মহারাজগঞ্জে অবৈধভাবে বাড়ি ভাঙার মামলায় শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল যোগী সরকারকে। গতবছর নভেম্বর মাসে মামলার শুনানি চলাকালীন বিষয়টিকে অনৈতিক ও বেআইনি হিসেবে ব্যাখ্যা করা হয়। পাশাপাশি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকা আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সেই সূত্রেই দায়ের হল এফআইআর। 
রাস্তা সম্প্রসারণের জন্য ২০১৯ সালে মহারাজগঞ্জে মনোজ টিব্রেওয়ালের বাড়ি ভেঙে দেওয়া হয়। অভিযোগ ওঠে, কোনওরকম বৈধ প্রক্রিয়া ছাড়াই এই কাজ করা হয়েছিল। সেই মামলায় উত্তরপ্রদেশ সরকারের তরফে আবেদনকারী মনোজকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি এই ঘটনায় যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা