দেশ

কৃষকদের আয় দ্বিগুণের প্রতিশ্রুতির কী হল, জবাবই নেই কেন্দ্রের কাছে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই সময়সীমার পর আরও দু’বছর পেরিয়ে গিয়েছে। কৃষকের উপার্জন দ্বিগুণ হল কি? তা না হলে কবেই বা হবে? নতুন কোনও সময়সীমা? জবাব নেই মোদি সরকারের কাছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষকের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফিরিস্তি দিয়েছেন। কিন্তু আয় দ্বিগুণ নিয়ে কোনও সোজাসাপ্টা জবাব নেই কেন্দ্রের কাছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এব্যপারে মোদির ঘোষণা কি  ‘জুমলা’ হয়েই রয়ে গেল? 
কৃষকের উপার্জন দ্বিগুণ করতে গেলে কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার ১০.৪ শতাংশ হতে হবে। এ সংক্রান্ত কৃষিমন্ত্রকের বিশেষ কমিটি রিপোর্টই একথা বলছে। অথচ ২০২৫ সালে বৃদ্ধির হার মেরেকেটে সাড়ে তিন থেকে চার শতাংশ হবে বলে বুধবার জানিয়েছেন শিবরাজ। ফলে সরকারের পক্ষে একপ্রকার ইঙ্গিত, আয় দ্বিগুণের পরিকল্পনায় এখনই সাফল্যের কোন জায়গা নেই। 
কৃষিমন্ত্রকের নথি বলছে, দেশে কৃষক পরিবারের মাসিক আয় গড়ে ১০ হাজার ২১৮ টাকা। অর্থাৎ বছরে ১ লক্ষ ২২ হাজার ৬১৬ টাকা। ভালো কথা! কিন্তু একাংশ কৃষকের যে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা। কারণ, ঋণের বোঝা। মন্ত্রকের রিপোর্টই বলছে, কৃষক পরিবারের গড় ঋণের পরিমাণ ৭৪ হাজার ১২১ টাকা। যদিও এই হিসেব ২০১৮-১৯ কৃষিবর্ষের ( জুলাই  থেকে জুন)। বর্তমানে উপার্জন কত? সরকারের কাছে স্পষ্ট কোনও হিসেব নেই। 
এরপরেও শিবরাজ জানিয়েছেন, আমাদের সরকার কৃষকদের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। মোদিজিকে ধন্যবাদ যে বছরের প্রথম দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ফসল বিমা যোজনায় বাড়তি ৬৯,৫১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকের ওপর সারের দাম বৃদ্ধির প্রভাব যাতে না পড়ে, সেজন্য ডাইঅ্যামোনিয়াম ফসফেট (ডিএপি)-র ক্ষেত্রে এককালীন ৩,৮৫০ কোটি টাকার স্পেশাল প্যাকেজ অনুমোদন হয়েছে। কৃষকরা ৫০ কিলো ওজন ব্যাগের ডিএপি পাবেন ১,৩৫০ টাকাতেই। বাসমতী নয়, এমন চালের রপ্তানিও বাড়ানো হবে। ইন্দোনেশিয়াকে দেওয়া হবে ১০ লক্ষ মেট্রিক টন চাল। এতে কৃষকদের হাতেই অর্থ আসবে। কিন্তু দ্বিগুনের প্রতিশ্রুতি? জবাব নেই মন্ত্রকের কাছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি শিলমোহরের দাবিতে পাঞ্জাবে অনশনরত কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করবেন কি? শিবরাজের জবাব, এ ব্যাপারে মামলা সুপ্রিম কোর্টে। আদালত যা বলবে তাই হবে। আলাদা করে কোনও মন্তব্য নেই। 
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা