দেশ

মৌজা ম্যাপ তৈরিতে বাংলাজুড়ে উড়বে ড্রোন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্পূর্ণভাবে বিদায় নিতে চলেছে ব্রিটিশ আমলের লোহার শিকল ব্যবহার করে মৌজা ম্যাপ তৈরি করার পদ্ধতি। তার জায়গায় ড্রোন চিত্র ব্যবহার করে রাজ্যের নয়া মৌজা ম্যাপ তৈরির কাজ হবে পশ্চিমবঙ্গে। সেই লক্ষ্যে এমাস থেকেই কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে ড্রোন উড়িয়ে সব এলাকার ছবি তোলার কাজ শুরু হবে। কাজটি হচ্ছে রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অধীনে। 
ব্রিটিশ আমল থেকেই গানটার চেন (একটি আঙ্গুলের এক তৃতীয়াংশ চওড়া মাপের শেকলের আদলে তৈরি লোহার চেন) ব্যবহার করেই জমি জরিপের কাজ করা হতো। মূলত মৌজা ম্যাপ তৈরির জন্যেই ব্যবহার করা হতো এই পদ্ধতি। এই ৬৬ ফুট দৈর্ঘ্যের লোহার শেকল ফেলেই ১৮৯০-তে সিএস মৌজা ম্যাপ, ১৯৫৩-এ আরএস মৌজা ম্যাপ এবং ১৯৭০-এ এলআর মৌজা ম্যাপ তৈরি হয়েছে। প্রত্যেকবারই জমি জরিপের কাজ শেষ করে ম্যাপ তৈরিতে সময় লেগেছে অন্তত ৩০ বছর। শরাঞ্চলে গত ২০ বছর ধরে এই গানটার চেনের জায়গায় ফিতে ব্যবহার করে জমি জরিপের কাজ শুরু হলেও এখনও গ্রামাঞ্চলে এই পদ্ধতি অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। আবার সার্ভেয়ারদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও গানটার চেন পদ্ধতিকেই আদর্শ মেনে চলা হয়। 
তবে গত কয়েকবছরে ডিজিটাল ম্যাপ তৈরির লক্ষ্যে রাজ্যের হাতে এসেছে ৩০টির মতো টোটাল স্টেশন, জিপিএস রোভারের মতো অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি। সিঙ্গুরে কৃষকদের জমি ফেরত দেওয়ার সময় জরিপের কাজও করা হয় এই সমস্ত অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করেই। এই সমস্ত প্রযুক্তির পাশাপাশি পরবর্তীকালে ক্যাডাস্টাল ম্যাপ তৈরির ক্ষেত্রে স্যাটেলাইট চিত্র ব্যবহারও শুরু করে রাজ্য। এবার ড্রোন প্রযুক্তি ব্যবহার করে তার থেকেও ভালো রেজোল্যুশনের ছবি হাতে পাবে রাজ্য। এই কাজের জন্য মন্ত্রিসভাও বেশকিছু অনুমোদন দিয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত আরও কিছু ক্ষেত্রের ছাড়পত্র শীঘ্রই মিলতে চলেছে। ফলে দীর্ঘ ৩০ বছর পরে হতে চলা রাজ্যের নতুন মৌজা ম্যাপে থাকবে জিপিএস ম্যাপিং, জিও রেফারেন্সিংসহ প্রত্যেকটি প্লটের খুঁটিনাটি তথ্য। 
এসব দেখা যাবে মোবাইল অ্যাপেই। ফলে এক ইঞ্চি জমির জন্য প্রতিবেশীর সঙ্গে অশান্তির সমাধান হবে এক ক্লিকেই। এমনকী, শহরাঞ্চলে গজিয়ে ওঠা বহুতলের অনুমোদিত উচ্চতা এবং বাস্তবে তার উচ্চতা শেষমেশ কতয় গিয়ে দাঁড়িয়েছে, ড্রোন চিত্রের মাধ্যমে সহজে প্রকাশ্যে আসবে তাও। ফলে ইংরেজ আমলের শিকল প্রথা এবার পাকাপাকিভাবেই বিদায় নিতে চলেছে। জানাচ্ছেন রাজ্যের পদস্থ কর্তারা। এক প্রশাসনিক কর্তা জানান, জানুয়ারি থেকেই ড্রোন উড়িয়ে ছবি তোলার কাজ শুরু হবে। ম্যাপের কাজ শেষ হতে সময় লাগবে চার থেকে পাঁচ বছর।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা