দেশ

সুপ্রিম কোর্ট গঠিত কমিটির সঙ্গে কথা নয়, ঘোষণা কৃষক নেতাদের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের কৃষকরা লড়ছেন কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির বিরুদ্ধে। এখানে আদালতের কোনও ভূমিকা থাকতে পারে না। ফলে সুপ্রিম কোর্ট গঠিত উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে কোনও কথা নয় বলে বুধবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন আন্দোলনকারী কৃষকরা। তাঁদের স্পষ্ট দাবি, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) সংক্রান্ত আইন নিয়ে কথা বলতে হবে মোদি সরকারকে। সেইসঙ্গে দিল্লিতে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়েছেন আন্দোলনকারীরা।
এমএসপি আইনের দাবিতে গত বছরের ফেব্রুয়ারি থেকে পাঞ্জাব ও হরিয়ানার সীমানা এলাকা শম্ভুতে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। তাঁদের দিল্লি চলো অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ওই এলাকা। ক্রমে তা ছড়িয়ে গিয়েছে পাঞ্জাব ও হরিয়ানার এক এক সীমানা খানাউরিতে। সেখানেও অবস্থান আন্দোলন শুরু করেছেন কৃষকদের আর একটি অংশ। এক মাসেরও বেশি সময় ধরে খানাউরি সীমানায় আমরণ অনশন শুরু করেছেন প্রবীণ কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল।
উদ্ভূত অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করেছে দেশের সর্বোচ্চ আদালত। সমস্যা সমাধানে গঠন করে দিয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি। আগামী কাল, শুক্রবার আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসার কথা ওই কমিটির। সেইমতোই তারা প্রস্তাব দিয়েছে বিক্ষোভরত কিষান সংগঠনগুলির কাছে। তারই প্রেক্ষিতে এদিন সংযুক্ত কিষান মোর্চা সাফ জানিয়ে দিয়েছে যে, এই কমিটির সঙ্গে তারা কোনও কথা বলবে না তারা। 
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা