দেশ

আজ চিন্ময়ের জামিন আর্জির শুনানি, বিসিএসের চাকরি তালিকা থেকে বাদ বহু সংখ্যালঘু

কলকাতা ও ঢাকা: গ্রেপ্তারির পর কেটে গিয়েছে এক মাসেরও বেশি সময়। বাংলাদেশে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস জামিনের আর্জির শুনানি হবে আজ, বৃহস্পতিবার। এজন্য তাঁকে ফের চট্টগ্রামের আদালতে তোলা হবে বলে বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর। ২৫ নভেম্বর ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময়কে। তারপর তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটান আদালতে পেশ করার সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষে প্রাণ হারান এক আইনজীবী। পরে ফের চিন্ময়ের জামিনের শুনানির সময় আদালতে কোনও আইনজীবীকে তাঁর হয়ে সওয়াল করতে দেওয়া হয়নি। বৃহস্পতিবারও ফের একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা। এর মাঝে তীব্র বাধার মুখেও চিন্ময়ের জামিনের জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। কিন্তু তিনি ভারতে ছেলের কাছে এসে অসুস্থ হয়ে পড়েছেন। এসএসকেএম হাসপাতালে চিকিত্সা চলছে তাঁর। তবে, তাঁর দুই সহকারী ও আরও ১৮ জন আইনজীবী চিন্ময়ের মামলার শুনানিতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এদিকে, বৃহস্পতিবারই চিন্ময় মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাস। এর আগে  বুধবার তিনি বলেন ‘বিচার পাওয়ার জন্য অন্তত আইন ব্যবস্থার ঠিকমতো পরিচালনা দরকার। কিন্তু শেষ দুটি শুনানির সময় দেখা গিয়েছে, চিন্ময়ের আইনজীবীদের এজলাসে ঢুকতে দেওয়া হয়নি। আশা করব এবার তাঁদের সওয়াল করার সুযোগ দেওয়া হবে।’ 
অন্যদিকে, নতুন বছরের প্রথম দিনেই বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি ফের বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠল। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ১৬৮ জনের নাম গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭১ জনই হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী। কী কারণে এই সিদ্ধান্ত, তার কোনও ব্যাখ্যা কর্তৃপক্ষ দেয়নি। ওই প্রার্থীদের অনেকেই জানিয়েছেন, সরকারি চাকরি পেয়ে গিয়েছেন ভেবে তাঁরা পুরনো চাকরি ছেড়ে দিয়েছিলেন। এখন নাম বাদ যাওয়ায় আতান্তরে পড়েছেন। বাদ পড়া চাকরিপ্রার্থীরা বুধবার ঢাকায় জনপ্রশাসন মন্ত্রকের সামনে অবস্থানে বসেন। সেখানে এক চাকরিপ্রার্থী বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলা হচ্ছে, অথচ নতুন চাকরিতে ঢোকার আগেই বৈষম্যের শিকার হলাম।’
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা