দেশ

বিজেপির অপকর্ম সমর্থন করেন? মোহন ভাগবতকে প্রশ্ন কেজরির

নয়াদিল্লি: নতুন করে মাথাচাড়া দেওয়া মন্দির-মসজিদ বিবাদ চিরতরে কবরে পাঠাতে সম্প্রতি তাৎপর্যপূর্ণ পরামর্শ দিয়েছেন মোহন ভাগবত। এবার সেই আরএসএস প্রধানকেই চিঠি লিখে বিজেপির ‘অপকর্ম’ নিয়ে প্রশ্ন তুললেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির এইসব ‘অপকর্ম’ সরসঙ্ঘচালক সমর্থন করেন কি না, সেই প্রশ্নও তুললেন আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো। পাল্টা বিজেপিও ‘নতুন বছরের চিঠি’তে নিশানা করল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। পদ্মপার্টির পরামর্শ, নতুন বছরে মিথ্যা এড়িয়ে চলার শপথ নেওয়া উচিত কেজরিওয়ালের। 
দিল্লির আসন্ন ভোটে আরএসএস বিজেপির হয়ে ঝাঁপাতে চলেছে বলে খবর। এই পরিস্থিতিতে বুধবার বিজেপির আদর্শগত মেন্টর আরএসএসের প্রধানকে চিঠি দিয়েছেন কেজরিওয়াল। তিনি  লিখেছেন, ‘দিল্লির ভোটে বিজেপির হয়ে আরএসএস সক্রিয় হবে বলে শোনা যাচ্ছে। এটা কি সত্যি? সবার আগে মানুষ আপনার কাছে জানতে চায়, বিজেপির সাম্প্রতিক অপকর্মগুলি আরএসএস সমর্থন করে কি না।’ চিঠিতে কেজরিওয়ালের প্রশ্ন, ‘বিজেপি নেতারা ভোট কিনতে প্রকাশ্যে টাকা বিলি করছেন। আরএসএস ভোট কেনার চেষ্টা কি সমর্থন করে? গরিব, দলিত, পূর্বাঞ্চলীয় মানুষ ও বস্তিবাসীরা যাতে ভোট দিতে না পারেন, সেজন্য বড় আকারে চেষ্টা চলছে। আরএসএস কি মনে করে এধরনের প্রচেষ্টা দেশের গণতন্ত্রের জন্য সঠিক?’
কেজরিওয়ালের এই চিঠি প্রকাশ্যে আসতেই পাল্টা আসরে নামে বিজেপি। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সাচদেবা বলেন, ‘মিথ্যা বলা ছেড়ে আমাদের প্রশ্নগুলি পড়ে দেখা উচিত কেজরিওয়ালের। দিল্লির মানুষ আশা করে, নতুন বছরে কেজরিওয়াল মিথ্যা বলা ছেড়ে দেবেন। আশার কথা হল, তিনি সন্তানদের নাম করে মিথ্যা শপথ নেবেন না। কেজরিওয়ালের অঙ্গীকার করা উচিত, তিনি দেশ বিরোধী শক্তিগুলির কাছ থেকে অনুদান গ্রহণ করবেন না। দিল্লির মানুষকে ভুয়ো প্রতিশ্রুতি দেবেন না।’ পরে এই ‘পরামর্শ’গুলি সহ আপ সুপ্রিমোকে একটি চিঠিও পাঠান দিল্লির বিজেপি সভাপতি। 
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা