দেশ

ভারতের সঙ্গে দেওয়া–নেওয়ার সম্পর্ক, বৈষম্য যেন না থাকে, মন্তব্য বাংলাদেশের সেনাপ্রধানের

ঢাকা: ভারতের সঙ্গে সুসম্পর্ক চান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে সেই সঙ্গেই তাঁর বক্তব্য, এটা দেওয়া–নেওয়ার সম্পর্ক। তা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। কোনও রকম বৈষম্য যেন না থাকে। জনগণ যেন কোনওভাবেই মনে না করে বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে ভারত। বাংলাদেশের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন জেনারেল ওয়াকার।
জলবণ্টন ও সীমান্ত সমস্যা সহ দুই দেশের মধ্যে বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল জেনারেল ওয়াকারের কাছে। বাংলাদেশের সেনাপ্রধান বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিক থেকেই ভারতের উপর নির্ভরশীল। আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে। সেদেশের অনেক মানুষ বাংলাদেশে কাজ করছে। আবার এ দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়। আমরা অনেক পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। আর সেই সূত্রেই জেনারেল জামানের মন্তব্য, এটা দেওয়া–নেওয়ার সম্পর্ক। ন্যায্যতার ভিত্তিতে তা গড়তে হবে। যেকোনও দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে। এটা দোষের নয়। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। 
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা সহ বিভিন্ন সীমান্ত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সহযোগিতা প্রসঙ্গেও মতামত প্রকাশ করেছেন জেনারেল জামান। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে এমন কিছু করা যায় না, যা কৌশলগত স্বার্থের পরিপন্থী। একই সঙ্গে তারাও আমাদের স্বার্থের পরিপন্থী কিছু করবে না বলেই প্রত্যাশা থাকবে আমাদের দিক থেকে। ভারতের পাশাপাশি চীন ও আমেরিকার সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখার পক্ষে সওয়াল করেন বাংলাদেশের সেনাপ্রধান। 
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা