খেলা

সেটপিসে জোর কোচ মোলিনার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্তিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল অস্ট্রেলিয়ার। কিন্তু মেসি প্রেমে এখনও মজে দিমিত্রি পেত্রাতোস। তাই সোমবার মোহন বাগানের অনুশীলন শেষে ইন্তার মায়ামির ১০ নম্বর জার্সি গায়ে চাপাতে দেখা গেল তাঁকে। পিছনে জ্বলজ্বল করছে ‘মেসি’। সমর্থকদের সেলফির আবদার মেটানোর সময় একজন জানতে চাইলেন, ‘আর ইউ অলসো আ মেসি ফ্যান?’ উত্তর পাওয়া গেল দিমিত্রির মুচকি হাসিতেই। এরপর একে একে জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট এবং কোচ হোসে মোলিনাও দর্শকদের অনুরোধ রাখলেন। 
আইএসএলে জয়ের হ্যাটট্রিকে মোহন বাগান শিবিরে এখন খুশির হাওয়া। অনুশীলনে ফুটবলারদের ফুরফুরে মেজাজ অন্তত তাই বলছে। কোচ মোলিনা ভালো করেই জানেন, এই আবহ ধরে রাখতে জয়ের ধারা বজায় রাখা প্রয়োজন। তাই ওড়িশা বধের মহড়ায় খামতি রাখতে নারাজ তিনি। প্রতিপক্ষ দলে আবার হুগো বোমাস, রয় কৃষ্ণার মতো বাগান প্রাক্তনী রয়েছেন। সবুজ-মেরুনের অনেক কিছুই তাঁদের জানা। তাই সেদিকে সতর্ক স্প্যানিশ কোচ। সোমবার অনুশীলনে সেটপিসে বাড়তি জোর দিলেন তিনি। কারণ, গ্রেগ স্টুয়ার্টের সৌজন্যে গত তিন ম্যাচের দু’টিতে সেটপিস থেকে গোল পেয়েছে মোহন বাগান। একই অস্ত্রে ওড়িশা বধের আশায় রয়েছেন তিনি। তবে বাগানের মিডফিল্ড জেনারেল গ্রেগ স্টুয়ার্টের চোট ভাবাচ্ছে কোচকে। হোটেলে পা পিছলে হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি। চোট গুরুতর না হলেও সোমবার অনুশীলনের ঝুঁকি নেননি স্কটিশ মিডিও। রিহ্যাব করেই কাটালেন। পাশাপাশি ছেলের অসুস্থতার কারণে অনুশীলনে গরহাজির ছিলেন আশিস রাইও। তবে বাকিরা জোর কদমে ট্রেনিং সেরেছেন। সোমবার ওয়ার্ম-আপের পর সিচুয়েশন প্র্যাকটিসে দুটো দলে ভাগ হয়ে পাসিং মহড়া সারলেন দিমি-জেমিরা। তারপর সেটপিসের পাশাপাশি জাল কাঁপানোর প্র্যাকটিসও করলেন দিমিত্রি, লিস্টনরা। এদিন অনুশীলনে বেশ নজর কেড়েছেন আশিক কুরুনিয়ান। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা