রাজ্য

একজন কৃষকও যেন বাংলা শস্য বিমা থেকে বঞ্চিত না হন: কৃষিমন্ত্রী

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যের সাম্প্রতিক বন্যা এবং ঘূর্ণিঝড় ডানার পরিপ্রেক্ষিতে হাওড়া জেলার ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক কৃষক। ক্ষতিগ্রস্ত একজন কৃষকও যাতে বাংলা শস্য বিমার সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার বিকেলে উলুবেড়িয়া ১ বিডিও অফিসে হাওড়া জেলায় বাংলা শস্য বিমা প্রকল্পের অগ্রগতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে এমন নির্দেশ দেন মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, কৃষিদপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা, জেলাশাসক পি দীপাপপ্রিয়া, হাওড়ার সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক সুকান্ত পাল, নির্মল মাজি, উলুবেড়িয়ার মহকুমা শাসক, প্রতিটি ব্লকের বিডিও এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা।
এদিন কৃষিমন্ত্রী বলেন, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে শিবির করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত হাওড়া জেলায় ১ লক্ষ ২১ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নথিভুক্ত হয়েছে। জেলায় এই কাজের অগ্রগতি ভালো হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, রাজ্যের প্রতিটি জেলাতেই আধিকারিকদের নিয়ে আমি যাব। ৬ নভেম্বর হুগলি এবং ৮ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা জেলায় যাওয়া হবে। সূত্রের খবর, এদিনের বৈঠকে সকলের মধ্যে সমন্বয় সাধনে জোর দেওয়া হয়। নিদিষ্ট সময়ের মধ্যে জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির উপরেও জোর দেওয়া হয়।
6h 6m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা