রাজ্য

স্টেশন নোংরা করার অভিযোগ, একমাসেই জরিমানা খাতে ১৫ লক্ষ টাকা আয় করল পূর্ব রেল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রেনে যাতায়াত করেন? আসা-যাওয়ার পথে ভুলেও স্টেশন কিংবা প্ল্যাটফর্মে নোংরা ফেলবেন না। চতুর্দিকে নজর রয়েছে রেলকর্মীদের। যাত্রী সুরক্ষায় বিভিন্ন স্টেশন মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায়। ওই ক্যামেরার কল্যাণে কন্ট্রোল রুমের মনিটরে ঠিক ভেসে উঠবে স্টেশন চত্বর নোংরা করার ছবি। রেলের আইন অনুযায়ী, স্টেশন বা প্ল্যাটফর্ম নোংরা করা দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে দণ্ড অনিবার্য। জেল ও জরিমানা দুইয়েরই সংস্থান রয়েছে ওই আইনে। 
গত মাসে অর্থাৎ ১ থেকে ৩১ অক্টোবর— শুধু স্টেশন নোংরা করার অভিযোগে পূর্ব রেল প্রায় সাড়ে ১০ হাজার যাত্রীকে আটক করেছে। আরপিএফের খপ্পড়ে পড়ে তাঁদের গুনতে হয়েছে জরিমানা। সব মিলিয়ে এই খাতে রেলের আয় হয়েছে ১৫ লক্ষ টাকারও বেশি। অক্টোবরে শিয়ালদহ, হাওড়া, আসানসোল এবং মালদহ ডিভিশন মিলিয়ে নোংরা ও থুতু ফেলার অপরাধে ১০ হাজার ৪৭০ জন যাত্রীকে আটক করা হয়েছিল। সংশ্লিষ্টদের থেকে জরিমানা বাবদ রেল আয় করেছে ১৫ লক্ষ ৩৭ হাজার ৯৬৫ টাকা। এই ঘটনায় সবচেয়ে এগিয়ে শিয়ালদহ ডিভিশন। দেশের অন্যতম ব্যস্ত এই ডিভিশনে গত মাসে স্টেশনকে অপরিচ্ছন্ন করার অভিযোগে ৪ হাজার ৬৬৬ জনকে ধরা হয়েছিল। অন্যদিকে হাওড়া, আসানসোল এবং মালদহ ডিভিশনে এই অপরাধে পাকড়াও হওয়া যাত্রীর সংখ্যা যথাক্রমে ২ হাজার ৭৮৬ জন, ২ হাজার ৩০৪ জন এবং ৭১৪ জন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর দেশজুড়ে স্বচ্ছতা অভিযান চালু করেছেন। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনকে সামনে রেখে জাতীয় পর্যায়ে সপ্তাহব্যাপী বিবিধ কর্মসূচি পালিত হয়। রেললাইন ও স্টেশন চত্বর সাফ-সুতরো রাখতে ভারতীয় রেল এই পরিকল্পনা বাস্তবায়িত করেছে। তারই সূত্র ধরে এই নিবিড় নজরদারি শুরু হয়েছে দেশজুড়ে। জরিমানার ভয়ে যাত্রীরা ইদানীং আগের থেকে কিছুটা হলেও সচেতন হয়েছেন। পাশাপাশি বাড়তি লক্ষ্মীলাভও হচ্ছে রেলের। 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা