রাজ্য

উৎসবের মরশুমে বাংলায় বিক্রি বেড়েছে ২৫ শতাংশ:  ইন্দ্রনীল সেন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার উৎসবকে নতুন মাত্রায় নিয়ে যেতে একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বার্তা দিয়েছেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’। আবার রাজ্যে খেলা, মেলা, পুজোর বাণিজ্যিক দিকের গুরুত্বও মানুষকে উপলব্ধি করিয়েছে তাঁর সরকার। যার জেরে অন্য বছরের তুলনায় ২০২৪ সালে উৎসবের মরশুমে বাংলায় ২৫ শতাংশের বেশি বিক্রিবাটা বেড়েছে। 
বুধবার বাংলা সঙ্গীত মেলা নিয়ে সাংবাদিক সম্মেলনে বিক্রিবাটা বৃদ্ধির এই তথ্য তুলে ধরেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, এই উৎসবকে কেন্দ্র করেই অসংখ্য মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে। রাজ্যের এমন বহু মানুষ আছেন, যাঁদের সারা বছরের মোট বিক্রিবাটার ৯০ শতাংশই হয় দুর্গাপুজো ও অন্যান্য পুজোকে কেন্দ্র করে। আর ক্ষুদ্রশিল্প দপ্তরের হিসেব অনুযায়ী, এ বছর তা ২৫ শতাংশ বেড়েছে। দুর্গাপুজো ছাড়াও জগদ্ধাত্রী পুজো, ছট এমনকী সাম্প্রতিক সময়ে হওয়া বড়দিনের উৎসবেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গিয়েছে। এদিন রবীন্দ্রসদন চত্বরে বাংলা সঙ্গীত মেলার সূচনা করেন ইন্দ্রনীল সেন। ২ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্ত মঞ্চ, একতারা মুক্ত মঞ্চ সহ মোট ১১টি কেন্দ্রে চলবে এই বাংলা সঙ্গীত মেলা। এবছর সঙ্গীত মেলায় শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে উৎপলা সেন, ছবি বন্দ্যোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুচিত্রা মিত্রকে।
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা