রাজ্য

কেন্দ্রীয় প্রতিষ্ঠানে নতুন বছরেই চাকরি গেল ৪১ কর্মীর, বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর শুরুর প্রথম দিনেই কর্মহীন পড়লেন যাদবপুরের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির (আইআইসিবি) ৪১ জন অস্থায়ী কর্মী। বর্ষবরণের রাতে যখন গোটা শহর আনন্দে মেতেছে, তখনই ই-মেলে তাঁরা চাকরি হারানোর কথা জানতে পারলেন! এর প্রতিবাদে প্রতিষ্ঠানের ছুটির দিনেও বুধবার বিক্ষোভে শামিল হয়েছেন তাঁরা। মোট ৯২ জন অস্থায়ী কর্মীর মধ্যে ৪১ জনকে রেখে দেওয়া হয়েছে। তবে, তাঁরাও কর্মহীনদের সঙ্গে বিক্ষোভে শামিল হন। তাঁদের পাশে দাঁড়িয়েছেন অধিকাংশ বিজ্ঞানীও। এ নিয়ে প্রতিক্রিয়া চাইতে প্রতিষ্ঠানের অধিকর্তা বিভা ট্যান্ডনকে একাধিকবার ফোন করা হয়। মেসেজও করা হয় তাঁকে। তবে, এই লেখা পর্যন্ত তাঁর তরফে কোনও সাড়া মেলেনি।
অন্যতম কর্মী গৌতম কর্মকার জানিয়েছেন, অনেকেই ২০-২৫ বছর ধরে কাজ করছেন। নতুন এজেন্সি বরাত পেলেও একটি ‘রিটেনশন’ ক্লজ থাকে। এই শর্তের ভিত্তিতে পুরনো সমস্ত কর্মীকেই রেখে নয়া এজেন্সি কাজ করে। তবে, এবার কোনও অজ্ঞাত কারণে সেই শর্তটি রাখা হয়নি। আরেকজন কর্মীর দাবি, নয়া এজেন্সি বলছে ১৬ হাজার টাকা দিলে চাকরি থাকবে। তবে, এরকম দাবির অর্থ তাঁরা বুঝতে পারছেন না। অন্য একজন কর্মী বলেন, তিনি বিএসসি পাশ করে মেশিন অপারেটরের চাকরি করছিলেন। এখন বলা হচ্ছে, এই চাকরির জন্য এমএসসি ডিগ্রি থাকতে হবে। বিক্ষোভ দেখাতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ অসুস্থও হয়ে পড়েন। তবুও তাঁরা রাতভর বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় প্রতিষ্ঠানই এভাবে কর্মীদের চাকরি কেড়ে নেওয়ায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা