রাজ্য

নয়া ফাঁদ ‘জাম্পড ডিপোজিট স্ক্যাম’! অ্যাপে ক্রেডিট ব্যালেন্স চেক করলেই অ্যাকাউন্ট ফাঁকা

অলকাভ নিয়োগী, বিধাননগর: হঠাৎ হঠাৎ আসছে মেসেজ। কিন্তু একটাও ভুয়ো এসএমএস নয়। সত্যিই টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে! কে পাঠাল টাকা? এই কৌতূহলে যদি মোবাইলের অ্যাপ খুলে ক্রেডিট ব্যালেন্স চেক করতে যান, মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যেতে পারে অ্যাকাউন্ট! সাধারণ মানুষকে সর্বস্বান্ত করতে এমনই নয়া ফাঁদ পেতেছে সাইবার প্রতারকরা, যার নাম ‘জাম্পড ডিপোজিট স্ক্যাম’। প্রতারকরা গ্রাহকের অ্যাকাউন্টে সত্যিই টাকা পাঠাচ্ছে। কিন্তু টাকা দিয়েই তারা পাঠিয়ে রাখছে ‘উইথড্রল রিকোয়েস্ট’। তাই পিন দিয়ে অ্যাপ খোলা মাত্র গ্রাহকের অ্যাকাউন্টের টাকা চলে যাচ্ছে প্রতারকদের ঘরে।
সাইবার বিশেষজ্ঞ ও পুলিসের কথায়, টাকা ক্রেডিটের ভুয়ো মেসেজ পাঠিয়ে প্রতারণার ঘটনা বেশ কয়েকমাস ধরেই চলছে। কিন্তু এক্ষেত্রে প্রতারণার কৌশল একেবারে অভিনব। কারণ, এই জাম্পড ডিপোজিট স্ক্যামে প্রতারকরা সত্যিই গ্রাহকদের অ্যাকাউন্টে ১ থেকে ২ হাজার টাকা পাঠাচ্ছে। এখন সবার হাতে হাতে স্মার্টফোন। ডিজিটাল লেনদেনের সুবিধার জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষ মোবাইল অ্যাপ ব্যাঙ্কিং ব্যবহার করেন। নিদেনপক্ষে অনেকে ইউপিআই অ্যাপ ডাউনলোড করেন। তাতে অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে।
প্রতারকরা ওই অল্প পরিমাণ টাকা পাঠানোর পর ‘উইথড্রল রিকোয়েস্ট’ পাঠিয়ে রাখছে। গ্রাহকরা যখন ক্রেডিট ব্যালেন্স চেক করতে যাবেন, তখন তাঁকে অ্যাপের পিন নম্বর দিতে হবে। কিন্তু, পিন দেওয়া মাত্র উইথড্রল রিকোয়েস্টের টাকা চলে যাবে প্রতারকদের কাছে। কারণ, আমরা যখন কোনও পেমেন্ট করি, তখন অ্যাপের পিন নম্বর দিতে হয়। এক্ষেত্রে আগে থেকেই উইথড্রল রিকোয়েস্ট পাঠিয়ে রাখায় গ্রাহকরা পিন দেওয়া মাত্র টাকা ‘সেন্ড’ হয়ে যাচ্ছে, যা সত্যিই বিপজ্জনক।
এই নতুন কায়দার প্রতারণা থেকে বাঁচার উপায়? পুলিস ও সাইবার বিশেষজ্ঞরা জনাচ্ছেন, যদি আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিটও হয়, তাহলে সঙ্গে সঙ্গে অ্যাপ খুলে ব্যালেন্স চেক করা চলবে না। বেশ কয়েক ঘণ্টা পর খোলা যেতে পারে। তাও নিজের অ্যাপের আসল পিন নম্বর দেওয়া চলবে না। প্রথমে ইচ্ছাকৃতভাবে ভুল পিন নম্বর দিতে হবে। তাহলে উইথড্রল রিকোয়েস্ট বাতিল হয়ে যাবে। তার কিছুক্ষণ পর আসল পিন নম্বর দিয়ে ব্যালেন্স দেখতে পারবেন। এতে প্রতারকরাই ‘প্রতারিত’ হবে! কারণ, আপনার অ্যাকাউন্টে থেকে যাবে তাদের পাঠানো টাকা! 
3d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা