রাজ্য

রেশন দোকানে কেরোসিনের দাম বৃদ্ধির দায় নিতে নারাজ কেন্দ্রীয় সরকার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রায়ই রেশনের কেরোসিনের মা঩ন্থলি ইস্যু প্রাইস বাড়ায়। তার ভিত্তিতে রাজ্য খাদ্যদপ্তরকেও বিক্রয় মূল্য বাড়াতে হয়। নভেম্বরেও তা‌ই হয়েছে। কিন্তু কেরোসিনের মূল্যবৃদ্ধির ব্যাপারে তেল সংস্থাগুলি কোনও দায় নিতে চাইছে না। কেরোসিনের দামের ব্যাপারে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার কাছে চিঠি দিয়ে ব্যাখা চেয়েছিল ডিলার সংগঠন। কিন্তু তেল সংস্থা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, রেশনে কেরোসিনের খুচরো বিক্রয় মূল্য কী হবে, সেটা রাজ্য সরকারের বিষয়। কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী, তেল সংস্থাগুলি রেশনের কেরোসিনের উপর কোনও লাভ বা ক্ষতি রাখে না, এমনটাও জানানো হয়েছে। 
অক্টোবর মাসে তেল সংস্থাগুলি রেশনের কেরোসিনের ইস্যু প্রাইস লিটারে সাড়ে ৪ টাকা কমিয়েছিল। নভেম্বর মাসে ফের দেড় টাকা বাড়ানো হয়েছে। সাধারণ প্রবণতা অনুযায়ী, অধিকাংশ মাসে ইস্যু প্রাইস বাড়ানো হয়। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নীতি তৈরি করে রেশনের কেরোসিনের দাম ধার্য করতে বলেছিল। কিন্তু এখনও তা হয়নি। ওই রায়টিকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে। অক্টোবর থেকে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য কেরোসিনের বরাদ্দ প্রচুর পরিমাণ ছেঁটে দিয়েছে। কিন্তু দাম বেশি হওয়ার কারণে ওই কম 
পরিমাণ কেরোসিন পুরোপুরি তোলা যাচ্ছে না বলে জানিয়েছেন 
ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত। গরিব মানুষ বেশি দামের জন্য কেরোসিন কিনতে পারছে না। 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা