খেলা

জয়ের খোঁজে রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি 

মাদ্রিদ: ফুটবল কেরিয়ারের সিংহভাগ কেটেছে এসি মিলানে। পরবর্তী সময়ে কোচ হিসেবে জিতেছেন জোড়া চ্যাম্পিয়ন্স লিগ। তাই প্রাক্তন দলের বিরুদ্ধে লড়াইয়ের আগে কিছুটা আবেগতাড়িত কার্লো আনসেলোত্তি। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ঘরের মাঠে এসি মিলানের বিরুদ্ধে লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ। প্রাকৃতিক দুর্যোগের জন্য গত শনিবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে তাদের ম্যাচ বাতিল করেছে লা লিগা কমিটি। তাই এল ক্লাসিকোয় হারের পর মঙ্গলবার সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের আসরে মাঠে নামছে আনসেলোত্তি ব্রিগেড। টুর্নামেন্টের গ্রুপ পর্বে তিন ম্যাচ ছয় পয়েন্ট নিয়ে বর্তমানে ১২তম স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে জিতে লিগ টেবিলে উন্নতি করাই লক্ষ্য রিয়ালের। পক্ষান্তরে, তিন ম্যাচের মধ্যে দু’টিতে হেরে ২৫তম স্থানে অবস্থান করছে মিলানের ক্লাবটি। নক-আউটের আশা জিইয়ে রাখতে হলে মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট তুলে নিতে মরিয়া পাওলো ফনসেকা ব্রিগেড।
এল ক্লাসিকোয় হার। এছাড়া ব্যালন ডি’ওর অনুষ্ঠানে যোগ না দিয়ে বিতর্কে জড়িয়েছে রিয়াল মাদ্রিদ। কোচ আনসেলোত্তি অবশ্য মাঠের বাইরের বিষয় দলের মধ্যে কোনও প্রভাব ফেলবে না বলেই আশাবাদী। বললেন, ‘এসি মিলানের সঙ্গে আমার অনেক মধুর স্মৃতি জড়িয়ে। তাই মঙ্গলবারের ম্যাচ আমার কাছে খুবই স্পেশাল। তবে বর্তমানে আমি রিয়ালের দায়িত্বে। তাই এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছি না।’
অপর ম্যাচে স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে বোর্নমাউথের কাছে হারের মুখ দেখেছে পেপ ব্রিগেড। সেই ধাক্কা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফেরাই লক্ষ্য সিটিজেনদের। একাধিক ফুটবলারদের চোট সমস্যার কারণে এই ম্যাচেও দল গড়তে রীতিমতো সমস্যায় সিটি কোচ। রড্রি, জ্যাক গ্রেলিশ, রুবেন ডিয়াজ, জন স্টোন্স আগেই ছিটকে গিয়েছেন। কেভিন ডি ব্রুইন, কাইল ওয়াকার এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন। তাই অ্যাওয়ে ম্যাচে লিসবনকে হারাতে গেলে ডোকু, নুনেজ, কোভাসিচদের বাড়তি দায়িত্ব নিতে হবে।
দিনের অন্য ম্যাচে লেভারকুসেনের চ্যালেঞ্জ সামলাবে লিভারপুল। প্রথম তিন ম্যাচের প্রত্যেকটি জিতে দ্বিতীয় স্থানে রয়েছে আর্নে স্লট ব্রিগেড। ঘরের মাঠে সেই জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য মহম্মদ সালাহদের। পক্ষান্তরে, ফুটবল কেরিয়ারের লিভারপুলের জার্সিতে ছ’বছর খেলেছেন জাবি আলোন্সো। যাবতীয় আবেগ দূরে সরিয়ে লেভারকুসেন কোচ হিসেবে প্রাক্তন দলের বিরুদ্ধে ভালো ফল করাই লক্ষ্য তাঁর।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা