খেলা

২৪ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হতে হল ভারতকে

ম্বই, ৩ নভেম্বর: টেস্ট ম্যাচ হলেও টি-২০-র মতো উত্তেজনা ছিল সর্বক্ষণ। পরতে পরতে সাসপেন্স। তৃতীয় তথা সিরিজের শেষ টেস্টে দুই দল সমানে সমানে লড়াই করলেও অবশেষে শেষ হাসিটা হাসল নিউজিল্যান্ডই। ঘরের মাঠে ফের স্পিনের জাদুতেই বধ হতে হল ভারতকে। একে কার্যত লজ্জার হার ছাড়া আর কি বা বলা যায়! নিউজিল্যান্ডের কাছে তৃতীয় টেস্টে রোহতিরা হারল ২৫ রানে। আর এর ফলে ২৪ বছর পর দেশের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হল ভারতীয় দলকে।
তৃতীয় দিনেই শেষ হয়ে গেল মুম্বই টেস্ট। এদিকে ম্যাচ জেতার পাশাপাশি ভারতকে ঘরের মাটিতে হারিয়ে ৩-০ সিরিজও জিতে নিলেন টম লাথামরা। অপরদিকে নিউজিল্যান্ডের কাছে হেরে চরম বিপাকে রোহিত শর্মারা। এই সিরিজ হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া নিয়ে বেশ কিছুটা চাপ বেড়ে গেল ভারতের।
প্রথম দুটি টেস্টের মতোই তৃতীয় টেস্টেও নিউজিল্যান্ডকে ধাক্কা দিয়েছিল ভারতীয় স্পিন। কিন্তু পাল্টা সেই স্পিন অস্ত্রেই রোহিত-বিরাটদের ঘায়েল করলেন নিউজিল্যান্ডের বোলার আজাজ প্যাটেল। দুই ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে গিয়েছে ১১টি উইকেট। প্রথম ইনিংসে ভারতের হয়ে শুভমান গিল, ঋষভ পন্থ লড়লেও। দ্বিতীয় ইনিংসে কিউয়িদের সামনে কার্যত দিশেহারা হয়ে গিয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনআপ। একমাত্র ঋষভ পন্থ (৬৪) ছাড়া কেউই দাঁড়াতে পারলেন না ম্যাট হেনরি-আজাজ প্যাটেল-গ্লেন ফিলিপসদের বোলিংয়ের সামনে। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ের গতিতে একের পর এক উইকেট হারায়  ভারত। জয়সওয়াল, বিরাট, রোহিত, শুভমানদের ব্যাটিং বিপর্যয় দেখে হতাশ ওয়াংখেড়ের দর্শক সহ সকলেই। বেঙ্গালুরুতে পেস এবং পুনে ও  মুম্বইতে স্পিন। দুই অস্ত্রেই গোটা সিরিজেই ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড।
গতকাল, শনিবার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে, নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তুখোর বোলিং করে ভারত। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ২৩৫ রান তাড়া করে ভারত লিড নেয় ২৮ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন কিউয়িরা। প্রথম ধাক্কাটা দেন আকাশ দীপ। কিউয়ি অধিনায়ক টম লাথামকে বোল্ড করেন তিনি। এরপর পুরোটাই ঘূর্ণির ভেলকি। ডেভন কনওয়ে ফিরলেন সুন্দরের বুদ্ধিদীপ্ত স্পিনে। রাচীন রবীন্দ্র ক্রিজ ছেড়ে বেরিয়ে হদিশই পেলেন না অশ্বিনের ফ্লাইটের। ক্যারম বলে ছিটকে দিলেন গ্লেন ফিলিপসের স্টাম্প। এরপর সেট ব্যাটসম্যান উইল ইয়ংকেও ফেরালেন দুরন্ত ক্যারম বলেই। ফিরতি ক্যাচ লুফলেন নিজেই। তবে তার আগেই তিনি হয়ে গিয়েছিলেন ম্যাচের সেরা ক্যাচের দাবিদার। জাদেজার বলে তুলে মেরেছিলেন ড্যারিল মিচেল। লং অন থেকে পিছনে প্রায় ১৯ মিটার দৌড়ে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেন অশ্বিন। প্রথম ইনিংসে কোনও উইকেট না পাওয়া তারকা স্বমহিমায় ফিরলেন ওই দুরন্ত ক্যাচের পরেই। অন্যপ্রান্তে জাদেজা যথারীতি ভয়ঙ্কর মূর্তিতে চেপে ধরলেন প্রতিপক্ষকে। অশ্বিন-জাদেজা জুটিতে আসা সাত উইকেটই কিউয়ি ইনিংসে ভাঙন ধরায়।
আজ, রবিবার সকালে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটররা। ১৭৪ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস। ভারতের সামনে লক্ষ্য ছিল ১৪৭ রানের। তাও তুলতে গিয়ে হিমশিম খেলেন রোহিতরা। ওয়াংখেড়েতে চওড়া হাসি হাসল নিউজিল্যান্ড।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা