দেশ

উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় মৃত ৩৬, আহত বহু

দেরাদুন, ৪ নভেম্বর: মর্মান্তিক দুর্ঘটনা দেবভূমিতে! গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে  ৩৬ জনের। আহতের সংখ্যাও ২০। তবে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, অনুমান করা হচ্ছে বাসটিতে ৪৫ জনের বেশি যাত্রী ছিলেন।
আজ সোমবার কাকভোরে দুর্ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের আলমোড়া জেলার রামনগরে। জানা গিয়েছে, বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। সেই সময় আলমোড়ার মেরকুলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। যদিও দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। দুর্ঘটনার খবর পেয়েই এসডিআরএফ-এর তিনটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের খাদ থেকে তুলে এনে স্থানীয় হাসপাতালে পাঠানোর কাজও শুরু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, বাসটি প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে। ফলে যাত্রীদের অধিকাংশের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে দুঃখ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, ‘আলমোড়া জেলার মেরকুলায় বাস দুর্ঘটনায় মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।’
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা