দেশ

বাড়ছে হ্রদের কলেবর, ঘোর বিপদে হিমালয় অঞ্চল

নয়াদিল্লি:  জলবায়ু পরিবর্তনের জেরে বড় ঩বিপদ ঘনিয়ে আসছে হিমালয় অঞ্চলে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় দ্রুত গলছে হিমবাহগুলি। এরফলে বরফগলা জলে পুষ্ট হ্রদগুলির কলেবর বেড়েই চলেছে। ফলে সেগুলি দিনে দিনে ‘বিপজ্জনক’ হয়ে উঠছে। কারণ, হ্রদের দু’কূল ছাপিয়ে হড়পা বানের আশঙ্কা দেখা দিয়েছে। আড়ে-বহরে বাড়ছে অন্যান্য জলাশয়গুলিও। ২০১১ থেকে ২০২৪— এই ১৩ বছরে হ্রদ ও জলাশয়গুলির আয়তন বেড়েছে ১০.৮১ শতাংশ। আর শুধুমাত্র হ্রদগুলির কলেবরই বেড়েছে ৩৩ শতাংশের বেশি। এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে কেন্দ্রের সাম্প্রতিকতম রিপোর্টে। তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের সতর্কবার্তা, এখন থেকে নজরদারি সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়।
২০১১ সাল। ভারতে হিমবাহের জলে পুষ্ট  হ্রদগুলির মোট ইনভেনটোরি আয়তন ছিল ১,৯৬২ হেক্টর। ২০২৪ সালের সেপ্টেম্বরে যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬২৩ হেক্টর। অর্থাৎ এই কয়েক বছরে আয়তন বেড়েছে ৩৩.৩ শতাংশ। কেন্দ্রীয় জল কমিশনের সাম্প্রতিক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। 
রিপোর্টে আরও বলা হয়েছে যে, গত কয়েক বছরে হিমবাহের জলে পুষ্ট এদেশের ৬৭টি হ্রদের উপরিভাগের আয়তন ৪০ শতাংশের বেশি বেড়েছে। এজন্য সেগুলি হয়ে উঠেছে ‘চূড়ান্ত বিপদজনক’।  যে কোনও সময় দু’পাড় উপচে দেখা দিতে পারে হড়পা বান। লাদাখ, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমের পরিস্থিতি সর্বাধিক উদ্বেগজনক। এই রাজ্যগুলিতে হ্রদের আয়তন বেড়েছে সবথেকে বেশি। এজন্য সম্ভাব্য যে কোনও বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
হিমবাহের জলে পুষ্ট হ্রদ ছাড়াও নানা জলাশয় আছে হিমালয় অঞ্চলে। দ্রুত আয়তন বাড়ছে সেগুলিরও। ২০১১ সালে মোট ৫ লক্ষ ৩৩ হাজার ৪০১ হেক্টর এলাকায় বিস্তৃত ছিল জলভূমিগুলি। আবহাওয়া পরিবর্তনের জেরে ২০২৪ সালে এসে ওই এলাকার পরিমাণ বেড়ে হয়েছে ৫ লক্ষ ৯১ হাজার ১০৮ হেক্টর।
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা