দেশ

বেলাগাম মূল্যবৃদ্ধি, প্রধানমন্ত্রীর নীতির সমালোচনায় ভাই প্রহ্লাদ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  খাদ্যশস্যর দাম নিয়ন্ত্রণ ইস্যুতে নরেন্দ্র মোদির নীতির সমালোচনা করলেন তাঁর ভাই প্রহ্লাদভাই মোদি। ঠারেঠোরে ইঙ্গিত করলেন, মোদি সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ। বাজারদর নিয়ন্ত্রণে আজ, মঙ্গলবার ‘ভারত’ ব্রান্ড আটা, চাল বিক্রির দ্বিতীয় পর্বের সূচনা করবেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ জোশি। যাকে ‘সরকারের নাটক’ বলেই সোমবার  সমালোচনা করলেন নরেন্দ্র মোদির ভাই তথা আমেদাবাদের রেশন ডিলার প্রহ্লাদভাই।
ঘটনা হল, কেন্দ্রীয় সরকার রেশন দোকানের মাধ্যমেও ২৯ টাকা কিলো দরে ভারত চাল, সাড়ে ২৭ টাকা কিলোদরে আটা, ৬০ টাকায় ছোলার ডাল বিক্রির ছাড়পত্র দিয়েছে। কিন্তু নাফেড এবং এনসিসিএফ তা দিচ্ছে না বলেই অভিযোগ। রেশন ব্যবস্থার বিষয়ে নীতি আয়োগের ডাকা বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছেন রেশন ডিলারদের সংগঠন ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এবং সিনিয়র সহ-সভাপতি প্রহ্লাদভাই মোদি। এসে তাঁরা জানতে পারেন, ভারত আটা, চাল বিক্রির কথা। 
বিশ্বম্ভরবাবুর অভিযোগ, ‘উল্লেখিত দুই কেন্দ্রীয় এজেন্সি বলছে, কাকে চাল, আটা দিচ্ছি, তার রসিদ দেখাতে হবে। অথচ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যখন নাফেড আর এনসিসিএফ সরকারি চাল, আটা বিক্রি করছে, তখন তো গ্রাহককে রসিদ দিচ্ছে না। আসলে সামনে কয়েকটা গাড়িতে বিক্রির ছবির পিছনে বড় মলে বা পাইকারি ব্যবসায়ীদের সরকারি সস্তার খাদ্যবস্তু বিক্রির কালোবাজারি চলছে।’
প্রহ্লাদভাইয়ের মন্তব্য, ‘রেশন পায় গরিবরা। তারাই যদি সস্তায় ভারত চাল আটা না পায়, তাহলে সরকারের এই উদ্যোগের কী মানে? এভাবে মূল্যবৃদ্ধি রোখা যাবে কি?’ 
অন্যদিকে, এদিন নরেন্দ্র মোদিকে ‘ফেক তথ্য প্রচারের মাস্টার’ বলে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, শাকসব্জি থেকে চাল-গমের মতো খাদ্যপণ্যের দাম গত ১৪ মাসে ৯.২ শতাংশ থেকে বেড়ে ১০.৭ শতাংশ হয়েছে। ফাস্ট মুভিং কনজিউমার গুডসের চাহিদা এক বছরে ১০.১ শতাংশ থেকে কমে হয়েছে ২.৮ শতাংশ। মূল্যবৃদ্ধির মারে গৃহস্থের সঞ্চয় গত ৫০ বছরে সবচেয়ে কম। খাড়্গের তোপ, ‘মোদিজি আপনি তো এসব বাস্তব মানতেই চান না। মিথ্যে তথ্য প্রচার করেন। যে বিষয়ে আপনি মাস্টার। তাই আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, নির্বাচনী প্রচারে সাহস থাকলে সত্যিটা বলুন।’
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা