দেশ

হাতরাস কাণ্ড: সাংবাদিক কাপ্পানের জামিনের শর্ত সহজ করল শীর্ষ আদালত

নয়াদিল্লি: হাতরাস কাণ্ডে ধৃত সাংবাদিক সিদ্দিক কাপ্পানের জামিনের শর্ত সহজ করল সুপ্রিম কোর্ট। ২০২২ সালের সেপ্টেম্বরে কাপ্পানকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু জামিনের শর্ত হিসেবে আদালত জানায়. তাঁকে প্রতি সোমবার উত্তরপ্রদেশের স্থানীয় থানায় হাজিরা দিতে হবে। আদালত জানিয়েছিল, প্রথম ছ’সপ্তাহ উত্তরপ্রদেশেই থাকতে হবে কাপ্পানকে। তারপর তিনি কেরলে নিজের বাড়িতে যেতে পারবেন। কিন্তু সেক্ষেত্রেও প্রতি সপ্তাহে উত্তরপ্রদেশে এসে থানায় হাজিরা দিতে হবে। এই শর্ত মকুবের আবেদন নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কাপ্পান। সোমবার বিচারপতি পি এস নরসিমা ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কাপ্পানকে প্রতি সপ্তাহে আর উত্তরপ্রদেশের থানায় হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। পাসপোর্ট ফেরত দেওয়া সহ অন্য সব বিষয়ে আলাদা করে আবেদন করার জন্য কাপ্পানকে পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।
২০২০ সালের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের হাতরাসে এক দলিত তরুণীকে গণধর্ষণ করে খুন করা হয়। যা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়। সাংবাদিকতার পেশার সূত্রে হাতরাসে গিয়েছিলেন কাপ্পান। কিন্তু শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিস। কিন্তু পরে তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্র করার অভিযোগ ওঠে। দেশদ্রোহিতার অভিযোগে কাপ্পানের বিরুদ্ধে  ইউএপিএতে মামলা দায়ের করা হয়। নিষিদ্ধ সংগঠন পিএফআইয়ের থেকে টাকা নেওয়ার অভিযোগে ইডিও তাঁর বিরুদ্ধে মামলা করে। তবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কাপ্পানের জামিন মঞ্জুর করে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা