খেলা

মিনি ডার্বির মহড়া শুরু ইস্ট বেঙ্গলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুশীলন শুরুর কথা বিকেল চারটেয়। তবে ইস্ট বেঙ্গল মাঠে অস্কার ব্রুজোঁর ছেলেরা যখন ঢুকলেন ঘড়িতে তখন পাঁচটা। প্রায় এক ঘণ্টা ড্রেসিং-রুমে ফুটবলারদের সঙ্গে মিটিং সেরেছেন স্প্যানিশ কোচ। সেখানে উপস্থিত ছিলেন ক্লাব কর্তারাও। এএফসি চ্যালেঞ্জ লিগে উজ্জীবিত পারফর‌ম্যান্স মেলে ধরলেও দলে যে এখনও উন্নতির অবকাশ রয়েছে, তা অজানা নয় হেডমাস্টারের। বিশেষ করে ফুটবলারদের ফিটনেস নিয়ে মোটেই সন্তুষ্ট নন তিনি। আগামী শনিবার আবার মর্যাদার মিনি ডার্বি। তাই সোমবার ক্লাবের মাঠে অনুশীলনে ফিটনেসে বাড়তি জোর দিলেন ব্রুজোঁ। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হাভিয়ার হার্নান্ডেজের তত্ত্বাবধানে দীর্ঘক্ষণ ফিজিক্যাল ট্রেনিং চলল তালাল, দিয়ামানতাকোসদের। তারপর ছোট ছোট দলে ভাগ করে পাসিংয়ের মহড়া সারলেন শৌভিক, ক্লেটনরা।
মরশুমের শুরুতে ধুঁকতে থাকা ইস্ট বেঙ্গলে প্রাণের সঞ্চার করেছেন ব্রুজোঁ। তবে লড়াই তো সবে শুরু। এএফসি চ্যালেঞ্জ লিগের আত্মবিশ্বাস মিনি ডার্বিতে কাজে লাগিয়ে চলতি আইএসএলে প্রথম জয় পেতে মরিয়া তিনি। এদিন প্র্যাকটিসে স্প্যানিশ কোচকে বেশ গম্ভীর দেখাল। মাঠে প্রবেশের পরই হিজাজি মাহেরের সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। জর্ডনের ডিফেন্ডারের পারফরম্যান্স আতসকাচের তলায় রয়েছে। অপর বিদেশি ডিফেন্ডার হেক্টর ইউস্তে আবার কুঁচকিতে চোট পেয়ে দেশে ফিরে গিয়েছেন। তাঁর মেডিক্যাল রিপোর্ট এখনও লাল-হলুদ থিঙ্কট্যাঙ্কের হাতে আসেনি। তবে অনুশীলনে বাকি ফুটবলাররা অবশ্য ফুরফুরে মেজাজেই ধরা দিলেন। শুরুতেই দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে আড্ডায় মাততে দেখা গেল মাধি তালাল, শৌভিকদের। তারপর ফিজিক্যাল ট্রেনিংয়ের সময় তালালকে বগলদাবা করে সঙ্গে নিয়ে গেলেন দিয়ামানতাকোস। বলাই বাহুল্য, ফরাসি প্লে-মেকার ও গ্রিক স্ট্রাইকারের এই বোঝাপড়ার প্রতিফলন মাঠে ঘটলে ইস্ট বেঙ্গল ছুটবে। এদিন অবশ্য দিয়ামানতাকোস ও সাউল ক্রেসপো বাকি দলের সঙ্গে আলাদা দৌড়লেন। তবে ক্লাব সূত্রে খবর, তাঁদের চোট নেই। রিকভারির জন্যই এদিন হাল্কা ট্রেনিং করেছেন।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা